New Maruti Suzuki Swift: মারুতি সুইফটে এলো বড় বদল! এবার মাইলেজ থেকে সেফটি, কোন কিছুতেই থাকবে না চিন্তা

Prosun Kanti Das

Published on:

Advertisements

New Maruti Suzuki Swift is coming to surprise the car market of the country: গাড়ি প্রেমীদের জন্য রয়েছে দারুন খবর। বিশেষত যারা চার চাকা লাভার তাদের জন্য রয়েছে এই সুখবর। নতুন বছরে নতুন রূপে ভারতীয় গাড়ির বাজারে আসছে নতুন মারুতি সুজুকি সুইফট (New Maruti Suzuki Swift)। যে গাড়িতে থাকবে বহুবিধ অত্যাধুনিক সুবিধা। পূর্বের তুলনায় কোম্পানির এই গাড়ির নিউ জেনারেশনে থাকবে একাধিক চমক। ইতিমধ্যেই জাপানের বাজারে এসে গিয়েছে এই গাড়ি। ২০২৪ সালে ভারতেও গাড়ির বাজারে উন্মোচন হবে নতুন মারুতি সুজুকি সুইফট। মাইলেজ কেমন দেবে? নিরাপত্তা হিসেবে কি প্রদান করছে এই গাড়ি? কি কি পরিবর্তন এনেছে? জানতে হলে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

Advertisements

ভারতের গাড়ির বাজারে বাজেট মূল্যের দারুন সুবিধা প্রদানকারী গাড়ি কোম্পানির কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে মারুতি সুজুকির কথা। আর সেই সংস্থায় নতুন বছরে দেশীয় ক্রেতাদের জন্য আনছে নতুন মারুতি সুজুকি সুইফট (New Maruti Suzuki Swift)। যারা ২০২৪-এ নতুন চার চাকা কেনার কথা ভাবছেন তাদের পছন্দের তালিকায় উঠে আসতে পারে এই গাড়ি। উন্নত প্রযুক্তি সহ বিভিন্ন সুবিধা পাবে এই গাড়িতে। কি কি বৈশিষ্ট্য থাকছে গাড়িতে জেনে নেওয়া যাক।

Advertisements

আরও পড়ুন ? Tata Punch EV: টাটার এই গাড়ির ৬ ফিচার করছে বাজিমাত! জানলেই কিনতে দৌড়াবেন

প্রথমেই আসি ইঞ্জিনের বিষয়ে, মারুতি সুজুকি সুইফটের এই নিউ জেনারেশনের থাকবে নিউ ‘Z’ সিরিজ ইঞ্জিন। যেখানে প্রদান করা হবে ১.২ লিটার ৩ সিলিন্ডার ইঞ্জিন। তবে শুধু সিলিন্ডার ইঞ্জিন নয় পাশাপাশি থাকবে ইলেকট্রিক মোটর। যা গাড়ির মাইলেজ বৃদ্ধিতে দারুন সহায়তা করবে। থাকবে ৪৮V ইলেকট্রিক মোটর। প্রায় প্রতি লিটার ৩০ কিমি মাইলেজ দিতে সক্ষম হবে এই গাড়ি। শুধু ইঞ্জিন মোটরে পরিবর্তন নয় গাড়িটি আয়তনেও পরিবর্তন করেছে কোম্পানি। ভারতে বিক্রিত পুরনো মডেলের তুলনায় প্রায় ১৫ মিলিমিটার লম্বায় বেশি হবে এই চার চাকা। উচ্চতা থাকবে ১,৫০০ মিলিমিটার, লম্বা হবে ৩,৮৬০ মিলিমিটার এবং চওড়া থাকবে ১,৬৯৫ মিলিমিটার।

Advertisements

আকার, আয়তন, ইঞ্জিনের পাশাপাশি গাড়িতে প্রদান করা হয়েছে দারুন ইন্টিরিয়র ডিজাইনিং সহ উন্নত প্রযুক্তি। যা যাত্রীদের সেফটি প্রদান করবে। গাড়ির ভেতরের বেশিরভাগই কারুকার্য করা হয়েছে Baleno-কে অনুসরণ করে। আসন্ন ভারতে এই চার চাকায় ভিতরে থাকবে ফ্লোটিং টাইপ টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অটোমিক ক্লাইমেট, কন্ট্রোল মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল। যাত্রী সুরক্ষায় প্রদান করা হবে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), যা অন্য কোন নতুন গাড়িতে থাকে না। এর পাশাপাশি মিলবে ড্রাইভার মনিটরিং সিস্টেম, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, অ্যাডাপটিভ ক্রূজ কন্ট্রোল, সেন্সর প্রভৃতি বৈশিষ্ট্য। যা ADAS অধীনস্থ। তবে দেশে আসন্ন নতুন মারুতি সুজুকি সুইফটে (New Maruti Suzuki Swift) ADAS নাও থাকতে পারে। উপরে উল্লেখিত ফিচার প্রদান করা হলেও হুইলবেসে তেমন কোন পরিবর্তন হবে না। মূলত যারা ১০ লাখ টাকার কমে গাড়ি খুঁজছেন তাদের জন্য সুজুকি সুইফটের এই নিউ জেনারেশন দারুন হবে।

Advertisements