Toll Plaza FASTag Update: টোল প্লাজায় লাইনে দাঁড়ানোর দিন শেষ, এবার স্যাট করে হয়ে যাবে FASTag চেকিং

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জাতীয় সড়ক হোক অথবা এক্সপ্রেসওয়ে, যাদের উপর দিয়ে যাতায়াত করার সময় প্রতিটি যানবাহনকে নির্দিষ্ট দূরত্বের পরিপ্রেক্ষিতে টোল দিতে হয়। একটা সময় ছিল যখন FASTag আসেনি, সেই সময় লাইনের পর লাইনে দাঁড়িয়ে যানবাহনদের টোল দিতে হতো, আর যে কারণে ব্যাপক সময় পার হয়ে যেত যাত্রীদের। পরে এই ব্যবস্থায় FASTag আসার কারণে এখন অনেক দ্রুত টোল দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে।

Advertisements

FASTag দিয়ে টোল দেওয়ার ক্ষেত্রে এখন যে সময় লাগে তা আরো কমানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নানান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। টোল প্লাজায় যাতে এতোটুকু যানবাহন লাইনে দাঁড়িয়ে না থাকে তার জন্য এবার কেন্দ্র সরকার এমন এক ব্যবস্থা আনলো যাতে করে স্যাট করে টোল দিয়ে যানবাহন নিজেদের গন্তব্যের দিকে রওনা দিতে পারবে।

Advertisements

টোল প্লাজায় টোল দেওয়ার সময় ক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেখা যায়, যে ডিভাইস FASTag রিড করার জন্য ব্যবহার করা হয় তা অনেক সময় কাজ করে না। এর ফলে FASTag করার জন্য বারবার গাড়ি এগোনো অথবা পিছানো করতে হয় বা FASTag ধোয়া মোছার মতও কাজে লেগে পড়তে হয়। এসব করতে করতে অনেকটাই সময় অতিবাহিত হয়ে যায়। এদিকে আবার FASTag রিড করতে না পারলে রীতিমতো সমস্যায় পড়তে হয় গাড়ির চালক অথবা মালিকদের। এই জায়গাতেই এবার বদল আনা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Toll Tax: টোল ট্যাক্স বাড়ল, কি কমল! এই সকল ব্যক্তিদের কিছুই যায় আসে না

এবার টোল প্লাজায় FASTag রিড করার জন্য ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ আইটি ও হার্ডওয়ারের সিস্টেমের ক্ষেত্রে বড় বদল আনতে চলেছে। মূলত FASTag রিড করার জন্য যে সকল ডিভাইস এবং সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলির ক্ষেত্রেই বদল আনা হচ্ছে। এবার এমন সব ডিভাইস এবং সফটওয়্যার আনা হচ্ছে যেগুলি ঝট করে FASTag রিড করে নেবে এবং স্যাট করে টোল দেওয়ার কাজ হয়ে যাবে। ফলে কোন যানবাহনকেই সমস্যায় পড়তে হবে না।

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া টোল আদায় ব্যবস্থাকে এবার আরো দ্রুত করে তোলার জন্য অভিজ্ঞ এজেন্সিকে দায়িত্ব দিচ্ছে। ওই অভিজ্ঞ এজেন্সি যে ধরনের ডিভাইস ব্যবহার করবে সেই সকল ডিভাইস পরীক্ষা করে দেখবে কেন্দ্র সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি বিভাগ। সমস্ত পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পরই দায়িত্ব দেওয়া হবে টোল প্লাজায় টোল আদায়ের জন্য। এছাড়াও এবার টোল প্লাজায় রোল আদায়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে STOC সার্টিফিকেট বাধ্যতামূলক। এমনকি যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে ওই এজেন্সিকে সাসপেন্ড করা হবে বলেও জানিয়ে দেওয়া হবে লিখিত আকারে।

Advertisements