পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের নিয়মে বদল! এই ধরনের পোশাক পরলেই মিলবে ঘাড় ধাক্কা!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল বিখ্যাত বিখ্যাত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ দেব মন্দির (Jagannath Dev Temple)। বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পুরীর জগন্নাথ মন্দিরে হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয়ে থাকে। এই সকল পুণ্যার্থীদের নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যাতে কোন রকম কোন অসুবিধা না হয়, তার জন্য প্রশাসন এবং মন্দির কমিটি বিভিন্ন পদক্ষেপ নেয়। তবে এবার এই সকল পদক্ষেপের মধ্যে জারি হতে চলেছে পোশাক বিধি।

Advertisements

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্দির এবং বিভিন্ন ধর্মীয় জায়গায় পোশাক বিধি নিয়ে নিয়ম-কানুন চালু হতেই নানান বিতর্ক শুরু হয়। যদিও পুরীর জগন্নাথ দেব মন্দিরে প্রবেশের ক্ষেত্রে যে নতুন পোশাক বিধির নিয়ম জারি হতে চলেছে তা নিয়ে এখনো সেই ভাবে কোন বিতর্ক শুরু হয়নি। তবে যে পোশাক বিধির কথা বলা হয়েছে সেই পোশাক বিধি সম্পর্কে না জানলে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। রীতিমত ঘাড় ধাক্কা খেয়ে মন্দিরের সামনে থেকে ঘুরে আসতে হবে।

Advertisements

পোশাক বিধি নিয়ে যে নিয়ম জারি হচ্ছে তাতে করে এবার দেবব্রত মোহান্তিশালীন পোশাক পরে পুণ্যার্থীদের প্রবেশ করতে হবে জগন্নাথ দেব মন্দিরে। নতুন এই নিয়ম জারি হচ্ছে আগামী ১ জানুয়ারি। নতুন নিয়ম জারি হওয়ার পর শালীন এবং শোভনীয় নয় এমন পোশাক পরে কোনভাবেই জগন্নাথ মন্দিরের প্রবেশ করতে পারবেন না পুণ্যার্থীরা। পোশাক বিধি সম্পর্কে নতুন নিয়মে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

জগন্নাথ দেব মন্দির অথরিটির মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছেন, নতুন নিয়ম জারি হওয়ার পর জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করার জন্য পুণ্যার্থীদের ট্রাডিশনাল পোশাক পরতেই হবে। নিয়ম জারি হয়ে যাওয়ার পর সর্টস, ছেঁড়াফাটা জিন্স অথবা স্কার্ট ইত্যাদির মতো ছোটখাটো পোশাক পরে প্রবেশ করা যাবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন, শুধু জগন্নাথ দেব মন্দিরে নয়, গোটা দেশের বিভিন্ন মন্দিরে এই ধরনের পোশাক বিধি চালু হচ্ছে।

জগন্নাথ দেব মন্দিরের সেবায়েতদের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিদিন দূরদূরান্ত থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীরা জগন্নাথ দেব মন্দিরে আসেন জগন্নাথ দেবের দর্শনের জন্য। কিন্তু তাদের অনেকের মধ্যেই পোশাক সম্পর্কে কোনরকম শালীনতা লক্ষ্য করা যায় না। এইজন্য এই পোশাক বিধি চালু হওয়া অত্যন্ত জরুরি। এমনিতে ২০২১ সালের ২০ অক্টোবর থেকে সেবায়েতদের জন্য পোশাক বিধি চালু করা হয়েছে। যেখানে বলা হয়েছে, পুজোর সময় পরতে হবে ধুতি, পাট্টা, তোয়ালে ইত্যাদি। এবার ভক্তদেরও পোশাক বিধি মেনে চলতে হবে।

Advertisements