নিজস্ব প্রতিবেদন : গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে Post Office তাদের গ্রাহকদের জন্য টাকা তোলার নীতিতে বেশ কিছু পরিবর্তন ঘটালো। নতুন নিয়ম অনুসারে বাড়ানো হয়েছে একদিনে টাকা তোলার উর্ধ্বসীমা। পাশাপাশি যখন দেশের রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলির সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার কমছে সেই সময় সুদের হারও বাড়লো Post Office-এ।
Post Office-এর নিয়ম অনুসারে এখন থেকে তাদের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা একদিনে সর্বাধিক ২০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর আগে এই উর্ধ্বসীমা ছিল মাত্র ৫ হাজার টাকা। দৈনিক টাকার উর্ধ্বসীমা এত কম থাকায় সমস্যায় পড়তে হতো গ্রাহকদের। আর সেই সমস্যা থেকে এবার রেহাই পাওয়া যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের এখন বার্ষিক সুদের হার দাঁড়ালো ৪%। টাকা জমা করার ক্ষেত্রেও উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এখন থেকে গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন। তবে দৈনিক তার অধিক টাকা জমা করা যাবে না।
এর পাশাপাশি পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম স্কিম, কিষান বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সহ আরও একাধিক স্কিমের সুবিধাকে অ্যাপের মধ্যে একত্রিত করা হয়েছে ডাকঘরের তরফ থেকে।
[aaroporuntag]
তবে মনে রাখতে হবে আগে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলার পর ন্যূনতম ব্যালেন্স হিসাবে মাত্র ১০০ টাকা রাখলেই অ্যাকাউন্ট সক্রিয় থাকতো। কিন্তু বর্তমানে এই টাকার অংক পাঁচ গুণ বেড়ে গেছে। এখন থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জরিমানা এড়াতে ন্যূনতম ৫০০ টাকা রাখতে হবে।