যা-তা! এই রাজ্যে ২ লিটারের বেশি মদ নিয়ে ধরা পড়লেই ১ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন : ভারতের মত দেশে সূরা প্রেমীদের অভাব নেই। অলিতে গলিতে বিভিন্ন জায়গায় সুরাপ্রেমীদের দেখা মেলে। এমনকি প্রতিবছর বিভিন্ন রাজ্যকে মদ (Liquor) বিক্রি করে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে দেখা যায়, আবার রাজস্ব আদায়ের ক্ষেত্রে রেকর্ড গড়তেও দেখা যায়। পশ্চিমবঙ্গেও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মদ বিক্রিতে রেকর্ড গড়ে সরকার। মদ যখন বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের একাংশের কাছে অত্যন্ত প্রিয় পানীয় হিসাবে জায়গা করে নিয়েছে সেই সময় আবার একটি রাজ্য এমন খবর শোনালো, যা শুনে সুরাপ্রেমীরা বলছেন ‘যা-তা’!

ভারতের অধিকাংশ রাজ্য রয়েছে যেগুলির রাজস্বের মূল উৎস হল মদ। বিপুল পরিমাণ রাজস্ব কেবলমাত্র মদ বিক্রি থেকেই উঠে আসে। তবে এরই মধ্যে দেশের একটি রাজ্য এমন নিয়ম জারি করল, যে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি মদ নিয়ে ধরা পড়লেই ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আবার জরিমানা দিয়েই শেষ নয়, এর পাশাপাশি ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।

এখন ভাবছেন ভারতের মতো দেশে কোন রাজ্যে এমন নতুন নিয়ম জারি করা হলো! কেননা এর আগে বিভিন্ন রাজ্যকে মদ মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করতে দেখা গিয়েছে। কিন্তু এইভাবে মদের পরিমাণ বেঁধে দেওয়া সচরাচর দেখা যায়নি। সচরাচর এমনটা দেখা না গেলেও সত্যিই কিন্তু এমন নিয়ম জারি করা হয়েছে। যে নিয়মে বলে দেওয়া হয়েছে কারা কত পরিমাণ মদ নিজেদের কাছে রাখতে পারবেন।

নিয়মে বলা হয়েছে, বিদেশ থেকে আসা মানুষজনরা শুল্কমুক্ত দোকান থেকে কেনা সবচেয়ে বেশি দু’লিটার মদ নিজেদের সঙ্গে রাখতে পারবেন। বাকিদের ক্ষেত্রে ৪.৫ লিটার ইন্ডিয়ান মেড ফরেন লিকার এবং ৭.৫ লিটার বিয়ার এক সঙ্গে কেনার ও নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এই মদ অবশ্যই রাজ্যের মধ্যে লাইসেন্সকৃত দোকান থেকে কিনতে হবে।

সুরাপ্রেমীদের কাছে ভয়ংকর এমন নিয়ম জারি করা হয়েছে দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য তেলেঙ্গানায়। ওই রাজ্যের রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত করে দেওয়া পরিমাণের বেশি মদ অথবা বিয়ার রাখতে পারবেন না রাজ্যের বাসিন্দা থেকে শুরু করে বাইরে থেকে আসা মানুষেরা। এই নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবং যদি কেউ মদ কাউকে উপহার দিতে চান সেই ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ উপহার দেওয়ার নাম করেও এই নিয়মকে ফাঁকি দেওয়া যাবে না। তবে এই নিয়ম ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর পাশাপাশি আরও একটি নিয়ম জারি করা হয়েছে এবং সেই নিয়মে বলা হয়েছে মদের বোতল বিমান সফর অথবা সড়কপথে সফরের সময় বহন করা যাবে না।