নিজস্ব প্রতিবেদন : কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এখন বাইক ক্যাবের (Bike Service) প্রচলন অনেক বেড়ে গিয়েছে। চটজলদি এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছানো থেকে শুরু করে কম খরচে গন্তব্যে পৌঁছানোর জন্য এই সকল পরিষেবার চাহিদা দিন দিন বাড়ছে। আবার একইভাবে বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি অথবা পণ্য ডেলিভারি বয়রাও বাইক পরিষেবার মধ্য দিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন।
তবে এই সকল পরিষেবা প্রদানের পরও দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের অভিযোগ তুলছেন যাত্রী থেকে গ্রাহকরা। এই সকল লম্বা অভিযোগের তালিকায় যাতে কাঁচি চালানো যায় তার জন্য নড়েচড়ে বসল রাজ্য পরিবহন দপ্তর (West Bengal Transport Department)। এক্ষেত্রে বাণিজ্যিকভাবে ব্যবহৃত বাইক পরিষেবা এবং বাইকগুলির জন্য আলাদা করে নিয়ম জারি করার কথা বলা হয়েছে।
এই বিষয়ে সপ্তাহখানেক আগে রাজ্য পরিবহন দপ্তর টেকনোলজি ট্রান্সপোর্টেশন অ্যাগ্রিগেটরস (ODTTAs) এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক সেরে ফেলেছে। সেই বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যাদের বৈধ পারমিট নেই তাদের দুই চাকার যান নির্দিষ্ট পরিবহন বিভাগে সুইচ করতে হবে। যদি তা না করা হয় তাহলে নির্দিষ্ট মোটর ভেইকেল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে পরিবহন দপ্তরের তরফ থেকে রূপান্তরের এই প্রক্রিয়াকে সহজ করার জন্য অপারেটররা প্রস্তাবিত নির্দেশিকাগুলিকে তৈরি করার জন্য সাহায্য করতে মতামত এবং পরামর্শ প্রদান করতে পারে। এই বিষয়ে যে সকল সংগঠন বা অপারেটররা রয়েছেন তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের মতামত পোষণ করতে পারবেন। মতামত পোষণ করলে নতুন নির্দেশিকা বা নিয়ম তৈরি করার বিষয়টি অনেক সহজ হয়ে দাঁড়াবে।
এই ধরনের পরিষেবার সঙ্গে যুক্ত থাকা বাইকগুলির রেজিস্ট্রেশন করানো অত্যন্ত জরুরি বলে মনে করছেন পরিবহন দপ্তরের কর্তারা। কেননা তা না হলে সরকারের কাছে কোন রেকর্ড থাকছে না এবং চালক, যাত্রীদের ইন্সুরেন্স সংক্রান্ত বিষয়টিও নিশ্চিত হওয়া যাচ্ছে না। এছাড়াও কোন অভিযোগের ক্ষেত্রে এই ধরনের রেকর্ড থাকলে সহজেই তা মিটিয়ে ফেলা যাবে।
আসলে এই ধরনের পরিষেবার ক্ষেত্রে বাণিজ্যিক নম্বর প্লেট অর্থাৎ হলুদ নম্বর প্লেট ব্যবহার করার নিয়ম রয়েছে। কিন্তু অনেকেই রয়েছেন সামাজিক কলঙ্কের ভয়ে সেই ধরনের নম্বর প্লেট ব্যবহার করতে চান না। এবার যারা এই ধরনের নম্বর প্লেট ব্যবহার করতে চান না তারা ২০০০ টাকা ফি জমা দিয়ে সাধারণ নম্বর প্লেট ব্যবহার করতে পারবেন। এর ফলে যেমন একদিকে রেকর্ড তৈরি হবে ঠিক সেই রকমই ভিন্ন রংয়ের নম্বর প্লেট ব্যবহার করার দরকারও নেই।