পুজোর আগে সবার প্রিয় তানিমুনি নিয়ে হাজির নতুন গান, ‘মা যে এলো’

নিজস্ব প্রতিবেদন : সবার প্রিয় তানিমুনিকে আশা করি কেউ ভোলেননি। দেখতে দেখতে আজ তারা সাত বছরে পা রেখেছে। গতবছর লকডাউন সময়কাল থেকেই এই যমজ তানিমুনি একের পর এক গান গেয়ে সকলের প্রিয় হয়ে উঠেছে। এ বছর দুর্গা পুজোর আগে তারা নতুন একটি গান নিয়ে হাজির। গানটি হল, ‘বছর পরে মা যে এলো’।

তানিমুনি ছোট থেকেই গান গাইতে ভালোবাসে এবং তাদের গান গাওয়ার ভঙ্গিতে সকলের মন জয় করে চলেছে। মধ্যমগ্রামের দোলতলার সৃজন মিডল্যান্ডের এই যমজ বোন মূলত বাবা-মায়ের থেকেই গান শিখেছেন (প্রথম শিক্ষা গুরু বাবা)। তার বাবা নিজেই একজন সঙ্গীত শিল্পী।

শ্রেয়া দত্ত এবং সৃষ্টি দত্ত অর্থাৎ তানিমুনি মূলত প্রথমদিকে অন্যান্য শিল্পীদের গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করে। তবে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নিজস্ব গান রিলিজ করার প্রতি আগ্রহ বাড়ে তার বাবা-মায়ের। এর পরেই গতবছর তাদের দুজনের একটি প্রথম অরিজিনাল গান বের হয়। আর এবার পুজোর আগে দ্বিতীয় অরিজিনাল গান বের হলো।

তানিমুনির নতুন যে গানটি রিলিজ হয়েছে সেই গানটি কম্পোজ করেছেন ময়ূরী সাহা, লিরিক্সে বিশ্বজিৎ হালদার এবং ভিডিও, সাউন্ড মিক্সিং ইত্যাদির কাজ করেছেন পাপান শুভেন্দু। তানিমুনির জনপ্রিয়তা থাকার দরুন ইতিমধ্যেই এই গান শ্রোতাদের মন জয় করেছে।

তানি মুনির নতুন এই ভিডিও গানটি শুক্রবার লঞ্চ হয় তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই এই গান অজস্র শ্রোতাদের নজর কেড়েছে। গানটি পুজোর আগে রিলিজ করতে পেরে খুশি তানিমুনির বাবা দেবাশীষ দত্ত। তিনি জানিয়েছেন, আগামী দিনেও ধারাবাহিকভাবে এমন একাধিক অরিজিনাল গান রিলিজ করা হবে তানিমুনির কণ্ঠে।