Toto in Siliguri: টোটোর দাপাদাপি ঠেকাতে এবার জারি নতুন এসওপি, কার্যকর করবে পুলিশ ও পরিবহন দপ্তর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টোটো (Toto) একদিকে যেমন সাধারণ মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত অনেক সহজ করে দিয়েছে, ঠিক সেই রকমই আবার রাজ্য জুড়ে অতিরিক্ত টোটো বৃদ্ধি পাওয়ার কারণে নানান সমস্যাও তৈরি হয়েছে। এই ধরনের সমস্যা থেকে এবার মুক্তি পেতে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় চালু হচ্ছে নতুন নতুন নিয়ম। ঠিক সেই রকমই রাজ্যের এক শহরে এবার পুলিশ ও পরিবহন দপ্তর চালু করতে চলেছে নতুন এসওপি।

Advertisements

টোটোর দাপাদাপি ঠেকানোর জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে (Toto in Siliguri)। এই শহরে দিন দিন টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে যানজট থেকে শুরু করে নানান ধরনের সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে। আর এসবের পরিপ্রেক্ষিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা।

Advertisements

পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ১৫ আগস্ট থেকে নতুন এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করা হবে বলে জানানো হয়েছে। শুধু নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করা নয়, পাশাপাশি ইতিমধ্যেই ওই এসওপি নিয়ে কাজ শুরু করে দিয়েছে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহযোগিতায় রয়েছে শিলিগুড়ি পুলিশ ও পরিবহন দপ্তর।

Advertisements

আরও পড়ুন ? Jhargram Tiger Safari: খরচ হবে ১০ কোটি টাকা, রাজ্যে তৈরি হতে চলেছে নতুন টাইগার সাফারি

প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিলিগুড়ি শহরের প্রধান রাস্তায় নম্বর বিহীন টোটো বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত যে সকল টোটো নম্বর বিহীন অবস্থায় শিলিগুড়ি শহরের প্রধান রাস্তায় যাতায়াত করে তাদের মোবাইল নম্বর থেকে শুরু করে চালকের নাম, ঠিকানা সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি তাদের ওই রাস্তায় উঠতে না দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যবস্থার ফলে রীতিমতো যানজটমুক্ত হয়েছে শিলিগুড়ির প্রধান রাস্তা।

নতুন এসওপি হিসেবে এবার থেকে আর কোন নম্বরবিহীন টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না। তবে যে সকল টোটোর রেজিস্ট্রেশন নেই সেই সকল টোটোগুলিকে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হচ্ছে। প্রথম দফায় শিলিগুড়ি শহরে মোট ৫ হাজার টোটোকে রেজিস্ট্রেশনের সুযোগ যাওয়া হবে বলে জানানো হয়েছে। প্রশাসনিক সূত্রে যা জানা যাচ্ছে, বর্তমানে বৈধ ও অবৈধ টোটো মিলিয়ে অন্ততপক্ষে ২২ হাজার টোটো যাতায়াত করে থাকে শহরে। আর এর ফলেই দিন দিন যানজট সমস্যা বেড়ে চলেছে। দীর্ঘ ছয় মাসের বেশি সার্ভে করে এমনই তথ্য পাওয়া গিয়েছে।

Advertisements