MP New Syllabus মাধ্যমিক নিয়ে সুখবর দিন পর্ষদ! এবার এই ৩ বাড়তি বিষয়ে পড়াশুনা করে মিলবে ভবিষ্যৎ গড়ার সুযোগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

MP New Syllabus: এবার মাধ্যমিকের সিলেবাসে যুক্ত হল বেশ কিছু নতুন বিষয়। নবম ও দশম শ্রেণীর সিলেবাসে যুক্ত হয়েছে নতুন তিনটি বৃত্তিমূলক পাঠক্রম। যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়তা করতে পারে। নবম, দশম শ্রেণীতে যুক্ত হওয়া বিষয়গুলির মধ্যে অন্যতম হল ফুড প্রসেসিং এবং ব্যাংকিং। দুটোই এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ। ব্যাংকিং, বিশেষ করে অনলাইন ব্যাংকিং এর চাহিদা এই মুহুর্তে তুঙ্গে। পাশাপাশি ফুড প্রসেসিংও বৃত্তিমূলক প্রশিক্ষণ হিসেবে উপযুক্ত। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে (MP New Syllabus) পড়াশোনা শুরু হবে নবম দশম শ্রেণীতে।

Advertisements

ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে নতুন বিষয়গুলি নিয়ে। মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ এই বিষয়ে কথাও বলেছেন। তিনি জানান নতুন শিক্ষাবর্ষ থেকে নবম, দশম শ্রেণীতে নতুন সিলেবাস (MP New Syllabus) ব্যবহার করা হচ্ছে। নতুন তিনটি বিষয়ে যুক্ত করা হয়েছে সিলেবাসের সাথে। এই বিষয়গুলি যুক্ত করেছে রাজ্যে দক্ষতা উন্নয়ন সংসদ, কারিগরি বিভাগ এবং বৃত্তিমূলক শিক্ষা পর্ষদ। নতুন যুক্ত হওয়া বিষয়গুলি হল ব্যাংকিং, ফুড প্রসেসিং, ফিনান্সিয়াল সার্ভিস এন্ড ইন্সুরেন্স এবং টেলিকম। প্রত্যেকটি বিষয়ে বর্তমান যুগের সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে ভবিষ্যৎ গড়তে অনেকখানি সাহায্য করতে পারবে এই বিষয়গুলি।

Advertisements

নবম, দশম শ্রেণীর সিলেবাসে যে এতদিন বৃত্তিমূলক কোন বিষয় ছিল না তা কিন্তু নয়। এর আগেও নবম-দশম শ্রেণীতে প্রায় ১৩ টি বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে আরো তিনটি বৃত্তিমূলক বিষয় যুক্ত হল মাধ্যমিকের সিলেবাসে (MP New Syllabus)। ফলে বর্তমানে মোট বৃত্তিমূলক শিক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১৬। দ্য সেন্ট্রালস স্পন্সর স্কিম অন ভোকেশনালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন নামক একটি কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক স্তরের পঠন পাঠন নির্ধারণ করা হয়। এখন মাধ্যমিকের সেই সিলেবাসেই যুক্ত হলো আরো তিনটি বিষয়।

Advertisements

আরও পড়ুন : Birbhum Tea Tree Plantation: দার্জিলিং, আসামের পর এবার চা চাষ হবে বীরভূমে, খুলতে চলেছে মোটা রোজগারের নতুন পথ

অন্যান্য বিষয়গুলির মতন একই পদ্ধতিতে চলবে পঠন পাঠন। পরীক্ষা থেকে শুরু করে পড়ানোর ধরণ সবই চলবে একই পদ্ধতিতে। কারিগরি বিভাগ বৃত্তিমূলক শিক্ষা পর্ষদ এবং দক্ষতা উন্নয়ন সংসদ এই বিষয়গুলি সম্পর্কে যাবতীয় কাজ সামলান এই তিনটি দপ্তরে লোকেরা। ২০২৬ সালে নতুন এই বিষয় গুলির উপর ভিত্তি করে মাধ্যমিক স্তরে পরীক্ষা ব্যবস্থা চালু করা হবে। পেশা ভিত্তিক বিষয়ের সাথে পরিচিতি ঘটানো এবং শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলার উদ্দেশ্যে ২০১৩ সাল থেকে বিভিন্ন রকম বিষয়ের প্রচলন করা হয় নবম দশম শ্রেণীতে এর মধ্যে অন্যতম হল রিটেল, তথ্য প্রযুক্তি, সিকিউরিটি অটোমোটিভ এবং বিউটিশিয়ানের কোর্স। এখন মাধ্যমিকের নতুন সিলেবাসে (MP New Syllabus) যুক্ত হলো আরও তিনটি বিষয়।

মাধ্যমিকের নতুন সিলেবাসে (MP New Syllabus) যুক্ত করা হয়েছে নতুন তিনটি বৃত্তিমূলক বিষয়। এই বিষয়গুলি হল টেলিকম ব্যাংকিং এবং ফিনান্সিয়াল। নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এই বিষয়গুলি ঐচ্ছিক হলেও একাদশ দ্বাদশে কিন্তু মেইনস্ট্রিম হিসেবে পড়ানো হয় এই বিষয়গুলিকে। নাম্বারের দিক থেকে যেহেতু অনেক বেশি নম্বর পাওয়া যায়। এই বিষয়গুলিতে তাই জন্য এই সমস্ত বিষয়ে পড়াশোনার প্রবণতা বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। তবে এই বিষয়গুলি পড়ানো নিয়ে বেশ কিছু সমস্যারও সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ১৬১১ টি স্কুলে বৃত্তিমূলক পঠন পাঠন হয়। কিন্তু স্কুলকলিতে নেই উপযুক্ত বই বা ল্যাবের ব্যবস্থা। এছাড়াও এই সমস্ত বিষয়ে পড়ানোর জন্য যে শিক্ষকদের নিয়োগ করা হয় তারা কেউই সেই শিক্ষা প্রতিষ্ঠানটি কর্মী নয় বাইরে থেকে লোক নিয়ে এসে এই সমস্ত বিষয়ে পড়ানো বা শেখানো হয় শিক্ষার্থীদের ফলে খরচটাও অনেকটাই বেড়ে যায়।

Advertisements