নিজস্ব প্রতিবেদন : দিন দিন উন্নত থেকে উন্নততর প্রযুক্তির দিকে এগিয়ে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের এই সকল প্রযুক্তি এখন বিশ্বের উন্নত দেশগুলিকেও হার মানাতে প্রস্তুত। প্রযুক্তির দিক দিয়ে ভারতীয় রেল ট্র্যাকে নামিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে এখানেই শেষ নয় এর পাশাপাশি আসছে বুলেট ট্রেন (Bullet Train), র্যাপিড ট্রেন (Rapid Train), বন্দে মেট্রো (Vande Metro) ইত্যাদি।
নতুন নতুন এই সকল ট্রেন ট্র্যাকে নামানোর পাশাপাশি সুরক্ষার দিক দিয়েও ভারতীয় রেল এখন কয়েক কদম এগিয়ে গিয়েছে। প্রযুক্তিগত দিক দিয়ে উন্নতির ফলেই আসছে একের পর এক সুরক্ষা কবচ। এবার সেই রকমই এমন এক সুরক্ষা কবচ আনা হলো বন্দে ভারতের ক্ষেত্রে, যাতে করে একই লাইনে দুটি ট্রেন চলে এলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব।
আপাতত নতুন এই প্রযুক্তি কার্যকর করা হয়েছে মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেসে। এই ট্রেনে Traffic Collision Avoidance System (TCAS) নামে একটি বিশেষ সুরক্ষা কবচ যুক্ত করা হয়েছে। যে সুরক্ষা কবচের মধ্য দিয়েই একই লাইনে যদি দুটি ট্রেন চলে আসে তাহলে দুর্ঘটনা এড়ানো যাবে। এই সুরক্ষা কবচ একটি থার্ড পার্টি সিস্টেম বলে জানা গিয়েছে রেল সূত্রে।
নতুন এই সুরক্ষা কবচের ট্রায়াল চলছে বলে জানা গিয়েছে। এমন একটি সুরক্ষা সিস্টেম তৈরি করা হয়েছে মেধা সার্ভো ড্রাইভস, এইচবিএল পাওয়ার সিস্টেমস ও কার্নেক্স মাইক্রোসিস্টেমসের সহযোগিতায়। তৈরি করেছে রেল ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (আরডিএসও)।
অত্যাধুনিক প্রযুক্তির এই সিস্টেমটি এমনভাবে কাজ করবে যাতে যদি বন্দে ভারত ট্রেনের সামনে লাল সিগন্যাল থাকে অথবা অন্য কোন ট্রেন থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ট্রেনটি থেমে যাবে। স্বয়ংক্রিয়ভাবে এই সিস্টেম কাজ করার ফলে তা অনেক বেশি সুদূরপ্রসারী হবে দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে বলেই জানা যাচ্ছে।