নিজস্ব প্রতিবেদন : কর (Tax) আদায় করার ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে বিভিন্ন সময় নানান পরিবর্তন আনা হয়। ঠিক সেই রকমই এবার কর আদায়ের ক্ষেত্রে নতুন একটি নিয়ম জারি করা হচ্ছে। নতুন এই নিয়ম ১ জুলাই থেকে জারি করার কথা থাকলেও তা বদলানো হয় এবং ১ অক্টোবর থেকে নতুন এই নিয়ম জারি হবে বলে জানানো হয়েছে।
কর আদায়ের ক্ষেত্রে নিয়মে যে পরিবর্তন আনা হচ্ছে তা হল টিসিএস (Tax Collection at Source) এর ক্ষেত্রে। নতুন নিয়ম অনুসারে টিসিএস-এর ক্ষেত্রে নতুন রেট বসানো হবে। নতুন রেট এক ধাক্কায় টাকা কাটার পরিমাণ বৃদ্ধি করবে তা নিয়ে কোন সন্দেহ নেই। টিসিএস-এর ক্ষেত্রে বর্তমানে যে রেট বা নিয়ম চলছে তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
টিসিএস অর্থাৎ বিদেশ থেকে পাঠানো টাকার উপর যে কর আদায় করা হয় সেই কর বাড়ানো হচ্ছে। এছাড়াও বিদেশে খরচ করার ক্ষেত্রেও পরিবর্তন আনা হবে। যদিও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে। একাধিক ক্ষেত্রে নানান পরিবর্তন আনা হচ্ছে এলআরএসের অধীনে টিসিএস-এর রেটে।
এছাড়াও জানানো হয়েছে এলআরএস-এর অধীনে টিসিএস রেটে কোন পরিবর্তন হবে না। যাদের বার্ষিক আয় সাত লক্ষ টাকা পর্যন্ত তাদের টিসিএস কর ছাড় দেওয়া হবে। আবার বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও টিসিএস করে ছাড় থাকবে। এক্ষেত্রে কোন রেট বাড়ানো হবে না।
তবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, যাদের বার্ষিক আয় সাত লক্ষ টাকার বেশি তাদের এলআরএস পেমেন্টের জন্য অতিরিক্ত কর দিতে হবে। চলতি বছর বাজেটেই এলআরএস-এর অধীনে টিসিএস ৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়।