অপেক্ষার অবসান, এই দিন থেকে চালু হচ্ছে সিউড়ি শিয়ালদহ নতুন ট্রেন

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই সিউড়ি থেকে হাওড়া অথবা শিয়ালদহ নতুন একটি ট্রেনের দাবি দাওয়া ছিল। এই দাবি দাওয়া নিয়ে একাধিকবার রেলকে স্মারকলিপি জমা থেকে শুরু করে অন্যান্য আবেদন করা হয়। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। নতুন একটি ট্রেন সিউড়ি থেকে চালু হওয়ার পথে। ট্রেনটি সিউড়ি শিয়ালদহ এবং শিয়ালদহ সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেন হিসাবে যাতায়াত করবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এলে বিজেপির প্রতিনিধি দল বীরভূমের সমস্যা নিয়ে তার দ্বারস্থ হন এবং তার হাতে একটি প্রস্তাবপত্র তুলে দেওয়া হয় নতুন ট্রেনের জন্য। এরপর ১৫ দিনের মধ্যে সমীক্ষা শেষ করে প্রস্তাব পাঠানো হয় পূর্ব রেলওয়ের রেল বোর্ডকে। এরপরই প্রথম ধাপেই নতুন ট্রেনের বিষয়ে সুখবর মেলে। যদিও কবে এই ট্রেন চালু হবে তা তখন জানা যায়নি। আবার এরই মধ্যে সিউড়িতে এসে DRM পরমানন্দ শর্মা জানিয়েছিলেন, ‘এখনই কোন নতুন ট্রেন চালু হচ্ছে না’।

তবে এই সকল জল্পনার মাঝেই বুধবার বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নতুন করে একটি রেলের নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তাতে স্পষ্ট ভাবেই উল্লেখ করা রয়েছে, সিউড়ি থেকে নতুন এই মেমু এক্সপ্রেস ট্রেনটি আগামী ৩১ জুলাই থেকে পরিষেবা দেওয়া শুরু করবে।

নতুন এই ট্রেনটি নিয়ে এখন সিউড়ির বাসিন্দারা চরম উৎসাহের মধ্যে রয়েছেন। যদিও বুধবার সিপিআরও একলব্য চক্রবর্তীকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার কাছে এখনো পর্যন্ত এমন কোন বিজ্ঞপ্তি আসেনি। তবে পূর্ব রেলের আরেকটি সূত্র বলছে, আগামী ৩১ জুলাই থেকেই যাত্রা শুরু করবে নতুন এই ট্রেনটি।

নতুন ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা যাচ্ছে, প্রতিদিন এই ট্রেনটি সকাল ৫:২০ মিনিটে সিউড়ি রেল স্টেশন থেকে ছাড়বে এবং তা সকাল ৯:৫৭ মিনিটে শিয়ালদা পৌঁছাবে। ফেরার পথে শিয়ালদা থেকে বিকাল ৫:২৫ মিনিটে ট্রেনটি রওনা দেবে সিউড়ির দিকে এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত ৯:২০ মিনিটে। মাঝে স্টপেজ রয়েছে অন্ডাল, বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি।