Second-Hand AC: ঝড়ের গতিতে বাড়ছে সেকেন্ড হ্যান্ড এসির বেচাকেনা! কেনার সময় নজর রাখতে হবে কয়েকটি জিনিস

Prosun Kanti Das

Published on:

There are a few things to keep in mind while buying a second-hand AC: গরমের দাপট দিন দিন বেড়েই চলেছে। তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই। গরমের হাত থেকে বাঁচতে বাজারে এসির চাহিদা বেড়েছে অনেক। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে, এসির মত দামি মেশিন হঠাৎ করে কিনে ফেলা সম্ভব নয়। তাই কিছু মানুষ সেকেন্ড হ্যান্ড এসি (Second-Hand AC) কিনে ব্যবহার করা শুরু করেছেন। নতুন এসির পাশাপাশি সেকেন্ড হ্যান্ড এসির বিক্রিও এই মুহূর্তে বেশ ভালই চলছে। নতুন এসির চেয়ে দামেও কম সেকেন্ড হ্যান্ড এসি গুলি।

তবে সেকেন্ড হ্যান্ড এসি (Second-Hand AC) কেনার আগে কিছু বিষয়ে ভালো করে যাচাই করে নেওয়া প্রয়োজন। না হলে ঠকে যেতে পারেন আপনি। সেকেন্ড হ্যান্ড এসি যদি ভালো অবস্থায় পেয়ে যান তাহলে তা নতুন এসির থেকে ভালোই। কিন্তু এসিটির যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে সমস্যায় পড়তে পারেন আপনিও। এসির খারাপ হয়ে যাওয়া পার্টস সাড়াই করতে গিয়ে আরও বেশি খরচার মুখে পড়তে পারেন আপনি। পুরনো এসি কেনার আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সে সম্পর্কে বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

সেকেন্ড হ্যান্ড এসি (Second-Hand AC) কিনতে গেলে সবার আগে লক্ষ্য করতে হয়, এসিটি কোন কোম্পানির। কোনো পরিচিত ব্র্যান্ডের এসি হলে কেনার কথা ভাবতে পারেন। তা যদি না হয়, যদি কোন অপরিচিত ব্র্যান্ডের এসি হয় তাহলে তা না কেনাই শ্রেয়। কোন অনামী, অপরিচিত ব্র্যান্ডের এসি সেকেন্ড হ্যান্ড কিনলে সমস্যায় পড়তে পারেন আপনি। এসির কোন পার্টস খারাপ হয়ে গিয়ে থাকলে সেটি রিপেয়ার করা সম্ভব নাও হতে পারে। ওয়ারেন্টি পিরিয়ডের তো কোন প্রশ্নই নেই।

আরও পড়ুন ? Railway Ticket Auto Upgradation: এই গরমে স্লিপার টিকিটের দামে এসি কোচে ঘুমানোর সুযোগ! শুধু বুকিংয়ের সময় করতে হবে একটি কাজ

এসি কেনার আগে এসিটি কবে প্রথম কেনা হয়েছিল সেই বিল অবশ্যই চেক করবেন। এসিটি কতদিন ধরে ব্যবহার করা হয়েছে, তা জেনে নাওয়া প্রয়োজন। ভবিষ্যতে এসির কোন পার্টস পরিবর্তন করতে হলে কোম্পানি আপনাকে কোন সুযোগ সুবিধা দেবে কিনা তা অবশ্যই জেনে নেবেন। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকলে পুরনো এসি কেনা যায় কিন্তু তা না হলে এসি কেনার আগে ভাবতে হবে। এসির গ্যাস চেক করতে ভুলবেন না। প্রবলেম থাকলে আপনাকে সমস্যায় পড়তে হবে। পুরনো এসি (Second-Hand AC) কিনলে ইনভার্টার এসি কেনাই সবচেয়ে ভালো।

ফিল্টার ঠিক আছে কিনা তাও চেক করে নেবেন। এসির ফিল্টার যদি খুব বেশি পুরনো হয় তাহলে সেই এসি কেনা কখনোই লাভজনক হতে পারে না। এসির ফিল্টার যত কম দিনের পুরনো হবে এসিটি আপনার জন্য ততই লাভজনক। সবশেষে এসিটি কত স্টার রেটিং যুক্ত সেটা যাচাই করতে একেবারেই ভুলবেন না। ফাইভস্টার হলে তো খুবই ভালো তা যদি না হয় অন্তত থ্রি স্টার রেটিং যুক্ত এসি হলে তবেই কিনুন। তার চেয়ে কম হলে পুরনো এসি (Second-Hand AC) কেনা একেবারেই বৃথা।