আসছে নতুন একটি বন্দে ভারত ট্রেন, জানা গেল কোন রুটে চলবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় সাড়ে সাত হাজার রেলস্টেশন থেকে প্রতিদিন ২৮ হাজারের কাছাকাছি ট্রেন (Train) চলাচল করে। এই সকল ট্রেনের মধ্যে যাত্রীবাহী ট্রেনের সংখ্যায় ২০ হাজারের বেশি। মূলত বিপুল সংখ্যক মানুষ এই সকল ট্রেনের ওপর নির্ভর করেই এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকে। যে কারণে ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড বলা হয়।

Advertisements

ভারতীয় রেলের গুরুত্ব যতটাই অপরিসীম ততটাই রেলের তরফ থেকে তাদের যাত্রীদের জন্য ভালো পরিষেবা দেওয়ার বিষয়ে তৎপর। ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতীয় রেল যে সকল পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) ট্রেনের সূচনা। আপাতত দেশের সবচেয়ে দ্রুত গতির এই ট্রেনটি বিভিন্ন রুটে নামানোর জন্য তৎপরতা দেখা যাচ্ছে রেলের তরফ থেকে।

Advertisements

সেই রকমই নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস নামানো হচ্ছে। নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করবে তা সম্পর্কে জানা গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে মহারাষ্ট্রের বিধায়কদের একটি প্রতিনিধি দলকে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি মুম্বাই থেকে গোয়া একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে।

Advertisements

সম্প্রতি মুম্বই-শিরদি এবং মুম্বই-শোলাপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত দিয়ে এই দুটি বন্দে ভারতের সূচনা হয়েছে। যাতায়াতের ক্ষেত্রে সময় আরও কমানোর জন্য এই দুটি ট্রেন চালু করা হয়েছে এবং তার মতোই মুম্বাই থেকে গোয়া যাতে দ্রুত পৌঁছানো যায় তার জন্য বন্দে ভারত চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মুম্বাই থেকে গোয়া বন্দে ভারত রুটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় শেষের দিকে। রেলওয়ে রুটের ইলেক্ট্রিফিকেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। এর পাশাপাশি আরও একাধিক রুটেও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এখনো পর্যন্ত দেশে ১০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বিভিন্ন রুটে চলছে।

Advertisements