Authorized FAStag Banks: এই ৩৯টি ব্যাঙ্কে FAStag করালেই নিশ্চিত! তালিকা প্রকাশ করল NHAI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যেকোনো যানবাহনের ক্ষেত্রেই এখন FAStag অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে যাতে টোল প্লাজাগুলিতে টোল দেওয়ার জন্য দীর্ঘ লাইন না হয় তার জন্য FAStag নিয়ে বছরখানেক আগে নতুন নিয়ম জারি করেছে। সেই নতুন নিয়ম অনুসারেই প্রতিটি গাড়ির আলাদা আলাদা FAStag থাকা জরুরী।

Advertisements

FAStag না থাকলে টোল প্লাজায় টোল দেওয়া যায় না এমন নয়, তবে FAStag না থাকলে টোল প্লাজায় দ্বিগুণ টোল বুনতে হয় গাড়ির চালক অথবা মালিকদের। সরকারের নিয়ম অনুযায়ী যদি কোন টোল প্লাজায় ১০০ টাকা টোল নেওয়া হয়ে থাকে তাহলে বিনা FAStag যানবাহনদের ২০০ টাকা টোল অর্থাৎ দ্বিগুণ টোল দিতে হয়।

Advertisements

এই নিয়মের পরিপ্রেক্ষিতে এখন অধিকাংশ যানবাহনের সঙ্গেই FAStag জুড়ে গিয়েছে। তবে সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করার কারণে বহু গ্রাহক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কেননা, যাদের পেটিএম-এর FAStag রয়েছে তারা আর পরিষেবা পাবেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সকল গ্রাহকরা অন্যান্য সংস্থা বা ব্যাঙ্কে FAStag করানোর জন্য দৌড়াচ্ছেন। আবার নতুন FAStag করানোর ক্ষেত্রে তাদের মাথায় একটি জিনিসই ঘোরাফেরা করছে আর সেটি হল, কোথায় FAStag করালে নিশ্চিন্তে থাকতে পারবেন। এরই পরিপ্রেক্ষিতে এবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) তাদের অনুমোদিত ব্যাংকের তালিকা (Authorized FAStag Banks) প্রকাশ করল।

Advertisements

আরও পড়ুন ? FASTag Status Check: আপনার কাছে থাকা FASTag বেঁচে আছে, না মরে গেল! চেক করুন সহজ পদ্ধতিতে

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে মোট ৩৯ টি ব্যাংকের নাম প্রকাশ করা হয়েছে এবং এই সকল ব্যাংক যেহেতু তাদের অনুমোদিত তাই গ্রাহকরা এই সকল সংস্থার FAStag নিলে কোনরকম সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। এই তালিকায় যে সকল ব্যাংক রয়েছে সেগুলি হল এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড, কসমস ব্যাঙ্ক, ডোম্বিভলি নগরী সহকারী ব্যাঙ্ক, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক, ফিনো পেমেন্ট ব্যাঙ্ক।

এছাড়াও তালিকায় রয়েছে এইচডিএফি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, জে অ্যান্ড কে ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাঙ্ক, কারুর ভাইসা ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, লিভকুইক টেকনোলোজি প্রাইভেট লিমিটেড, নাগপুর নাগরিক সহকারী ব্যাঙ্ক, পাঞ্জাব মহারাষ্ট্র ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সরস্বত ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিন্ডিকেট ব্যাঙ্ক, জলগাঁও পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক, ত্রিশুর জেলা সমবায় ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাঙ্কের মতো ব্যাঙ্ক।

Advertisements