বীরভূমে নীলগাই! অবাক করা ঘটনা দেখে ভিড় স্থানীয়দের

Shyamali Das

Updated on:

Advertisements

পার্থ দাস : বীরভূমের বাসিন্দারা নীলগাইয়ের নাম শুনে থাকলেও আগে কখনো তাকে চাক্ষুষ করার মত সুযোগ হয়নি। এর আগে পর্যন্ত এমন সুযোগ না হলেও মঙ্গলবার তা হলো। মঙ্গলবার বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত অবিনাশপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে একটি নীলগাইকে ঘুরে বেড়াতে দেখা যায়।

Advertisements

মঙ্গলবার সাতসকালে এমন আজব প্রাণীটিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখে প্রথমে এলাকার বাসিন্দারা হতচকিত হয়ে পড়েন। তারা এটিকে অনেকেই ভাবছিলেন হরিণ। পরে বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে জানান, এটি হরিণ নয়, এটি আসলে একটি নীলগাই।

Advertisements

এলাকার বাসিন্দাদের কাছে একেবারে নতুন ধরনের এই প্রাণীটি হওয়ার কারণে তারা দেখতে ভিড় জমান। এমনকি এত মানুষের সমাগম ঘটে যে ওই প্রাণীটি ভয় পেয়ে ইমাদপুর, বাদিলপুর সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে। শেষে বনদপ্তরের দুবরাজপুর, সিউড়ি, বোলপুর এবং রাজনগরের চারটি টিম সেখানে পৌঁছায় এবং শেষমেষ সেই নীলগাইটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

Advertisements

এলাকার বাসিন্দারা জানান, এর আগে যেহেতু এই ধরনের প্রাণী এলাকায় কোথাও দেখা যায়নি তাই এলাকার বাসিন্দারা সকাল থেকেই উৎসাহের সঙ্গে ভিড় জমাতে শুরু করেন। এছাড়াও বনদপ্তরের কর্মীরাও সকাল থেকে দীর্ঘ পাঁচ ঘন্টার কাছাকাছি সময় ধরে নিজেদের প্রচেষ্টায় ওই নীলগাইটিকে ধরে নিয়ে যেতে সক্ষম হন।

বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, বীরভূমে এই ধরনের নীলগাই কোথাও না থাকলেও মনে করা হচ্ছে ঝাড়খন্ড এলাকা থেকে দলছুট হয়ে সেটি বীরভূমে চলে এসেছে। এরপরই অচেনা জায়গায় এসে এই নীলগাইটি হতভম্ব হয়ে পড়ে এবং এলাকায় ঢুকে যায়। বর্তমানে একে উদ্ধার করা সক্ষম হয়েছে এবং খুব তাড়াতাড়ি তাকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে।

Advertisements