বেসরকারিকরণের পথে রাষ্ট্রায়াত্ত আরও ৩টি ব্যাঙ্ক, গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে শঙ্কা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ফেব্রুয়ারি মাসে সংসদে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণ করা হতে পারে এমনটা ঘোষণা করেছিলেন। তবে কোন কোন ব্যাঙ্ককে বেসরকারিকরণ করা হতে পারে তা জানানো হয়নি। পরবর্তীতে একাধিক সূত্রে এই সকল ব্যাঙ্কের নাম উঠে আসছে।

Advertisements

Advertisements

ব্যাঙ্ক বেসরকারিকরণ করার প্রথম পদক্ষেপ হিসেবে মোদি সরকার দেশের মাঝারি মাপের চারটি ব্যাঙ্ককে বেছে নিয়েছে। প্রাথমিক তালিকায় নাম রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদের মধ্যে আবার তিনটি ব্যাঙ্কের আংশিক শেয়ার বিক্রি করার পাশাপাশি একটি ব্যাঙ্ককে সম্পূর্ণ বেসরকারিকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, সোমবার নীতি আয়োগের তরফ থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার সম্পূর্ণ বিক্রি করে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধিকাংশ শেয়ার বিক্রি করার। অর্থাৎ এই পদক্ষেপ গ্রহণ করা হলে এই তিনটি ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে হাঁটবে।

তবে নীতি আয়োগের তরফ থেকে সম্প্রতি এই প্রস্তাব দেওয়া হলেও এই প্রস্তাব আগামী দিনে খতিয়ে দেখবে কেন্দ্রের বিনিয়োগ বিভাগ। এই প্রস্তাব পাশ করানোর জন্য কি কি আইনি পরিবর্তন প্রয়োজন তাও খতিয়ে দেখা হবে। পরবর্তীতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি নীতি আয়োগের এই প্রস্তাবে সম্মতি দেয় তবে এই তিনটি ব্যাঙ্ক বেসরকারিকরণ করা সম্ভব হবে।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করার সময় এমন প্রস্তাব আনার সাথে সাথেই কেন্দ্র সরকারের পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন শুরু করে ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনগুলি। পাশাপাশি তাদের এই আন্দোলনে শামিল হয় দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল। অন্যদিকে ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রস্তাব আসতেই শঙ্কায় গ্রাহকরা।

Advertisements