পরপর ইলেকট্রিক স্কুটারে আগুন, নড়েচড়ে বসল কেন্দ্র, কড়া বার্তা গডকড়ির

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়তে শুরু করেছে ইলেকট্রিক স্কুটারের। চাহিদা অনুযায়ী বিভিন্ন সংস্থা এই ইলেকট্রিক স্কুটার তৈরীর জন্য নানান পদক্ষেপ নিয়েছে। তবে গত দু’মাস ধরে বিভিন্ন জায়গায় এই ইলেকট্রিক স্কুটারগুলিতে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। ওলা, ওকিনাওয়া থেকে পিওর ইভি। আর এবার এরই পরিপ্রেক্ষিতে চিন্তা প্রকাশ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী মন্ত্রী নীতিন গড়করি।

এরই পরিপ্রেক্ষিতে তিনি টুইট করে লিখেছেন, ‘গত দুই মাসে ইলেকট্রিক টু-হুইলার সম্পর্কিত বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে। ঘটনায় কিছু মানুষ প্রাণও হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টা খুবই দুঃখজনক।’ বৃহস্পতিবার নীতিন গড়করি এমন চিন্তা প্রকাশ করার পাশাপাশি কড়া বার্তাও দিয়েছেন। এক্ষেত্রে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোন সংস্থার কোনো গাফিলতি পাওয়া গেলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনায় এর আগে ওকিনাওয়া এবং ওলা ইভির সংস্থার কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছিলেন। এই সকল দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে ছিলেন। আর এরপর এমন কড়া বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।

কিন্তু এইভাবে কেন ইলেকট্রিক স্কুটারগুলিতে আগুন লাগার ঘটনা ঘটছে? বর্তমান পরিস্থিতিতে মনে করা হচ্ছে গ্রীষ্মের প্রখর তাপমাত্রার কারণে ইভি ব্যটারিগুলিতে আগুন লাগার ঘটনা ঘটছে। এর আগে লোকসভায় নীতিন গড়করি জানিয়েছিলেন, উচ্চ তাপমাত্রার কারণে এমন ঘটনা ঘটতে পারে। এর পাশাপাশি তিনি জানান, এমন ঘটনা গুরুতর সমস্যা। প্রতিটি ক্ষেত্রে ফরেনসিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অনেক বিশেষজ্ঞ এমন ঘটনার জন্য দুর্বল ব্যাটারি ডিজাইনকে দায়ী করেছেন।

কেন্দ্র সরকারের তরফ থেকে এখন ইভি ইকোসিস্টেমের বিষয়ে ব্যাপক পর্যালোচনা করতে চায়। এসবের পরিপ্রেক্ষিতে সর্বশেষ বৈঠক অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে জানা যাচ্ছে, পরীক্ষা, উত্পাদন, স্টোরেজের মান ও পরিবহনের পুনর্মূল্যায়ন করার কথা ভাবা হচ্ছে।