দিতে হবে না বার্ষিক পরীক্ষা, নয়া ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দীর্ঘ মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল কলেজ। পড়াশোনা বলতে অবলম্বন একমাত্র অনলাইন। তবে আমাদের রাজ্যের অধিকাংশ পড়ুয়ারা অনলাইন সম্পর্কে ধাতস্থ না হওয়াই পড়াশুনা একপ্রকার লাটে উঠেছে। এমত অবস্থায় সকলের মাথায় একটাই চিন্তা পরীক্ষায় পড়ুয়ারা কিভাবে পাশ করবে! আর এই চিন্তা থেকে মুক্তি দিতে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সোমবার নয়া ঘোষণা করা হলো।

সোমবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, করোনাকালে এবার কোন বার্ষিক পরীক্ষা হবে না। কোন বার্ষিক পরীক্ষা ছাড়াই ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পরের ক্লাসে উঠতে পারবে। পাশাপাশি এটাও জানানো হয় যে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবছর মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষাও হবে না।

তবে বার্ষিক পরীক্ষা না হলেও নির্দেশিকায় এটা জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্কুল কর্তৃপক্ষ চাইলে মক টেস্ট নিতে পারে। অন্যদিকে যে সকল পড়ুয়ারা বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উঠবে তাদের পড়া রিভাইস করে তারপরই নতুন সিলেবাস দেওয়া হবে। এমনটা হবে যখন স্বাভাবিকভাবে স্কুল খুলে যাবে তখন।

প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনরকম টেস্ট পরীক্ষা নেওয়া হবে না তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও আগেই ঘোষণা করেছিলেন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি পড়ুয়াকে পরের ক্লাসে উঠিয়ে দেওয়ার বিষয়ে। আর এই সকল ঘোষণার পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদের এদিনের এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে।