পঞ্চায়েতে কাটমানির দিন শেষ! মোদি সরকার নিয়ে এলো মোক্ষম উপায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ এখন সরগরম পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গা এখন উত্তপ্ত। বিভিন্ন জায়গা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে। আবার বিরোধীদের দিকেও আঙ্গুল তুলতে ছাড়ছেন না শাসকদলের নেতা কর্মীরা।

Advertisements

পশ্চিমবঙ্গ যখন পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম ঠিক সেই সময় আবার কেন্দ্রের মোদি সরকার এমন একটি বন্দোবস্ত আনল যাতে করে কাটমানি নিয়ে যে সকল অভিযোগ রয়েছে অর্থাৎ দুর্নীতির অভিযোগগুলিতে সহজেই লাগাম টানা যাবে বলে মনে করা হচ্ছে। এই নতুন নিয়ম কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য জারি করা হয়েছে।

Advertisements

ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে তাদের নিয়ম সম্পর্কে প্রতিটি রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, পঞ্চায়েত স্তরে আর কোথাও কোন রকম লেনদেন নগদে করা যাবে না। এবার থেকে যে সকল লেনদেন করা হবে তা করতে হবে ইউপিআই অথবা অনলাইন লেনদেনের মাধ্যমে। এই বিষয়ে গত ১৫ জুন কেন্দ্র সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে নিয়ম জারি করা হয়েছে সেই নিয়ম কবে থেকে লাগু হবে? চিঠিতে বলা হয়েছে নতুন নিয়ম লাগু হবে আগামী ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকে। পঞ্চায়েত স্তরে নতুন এই নিয়ম জারি হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করতে হবে। যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের থাকাটা বাঞ্ছনীয়।

এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে পঞ্চায়েতগুলিকে জানাতে হবে অনলাইন লেনদেনের সুবিধা পেতে তারা কোন সার্ভিস প্রোভাইডারের সাহায্য নিতে চায়। কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেশের অধিকাংশ পঞ্চায়েতে অনলাইনে লেনদেন হচ্ছে। তবে অনলাইনে লেনদেনের এই ব্যবস্থাকে পুরোপুরি ভাবে সক্রিয় করার জন্য ১৫ আগস্ট দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

Advertisements