Duplicate Amitabh Bachchan: মারা গেলেন অমিতাভ বচ্চনের মত দেখতে ওই লোকটি! জানুন তার আসল পরিচয়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মতো দেখতে হওয়ার কারণে আজীবন কাল অমিতাভ বচ্চনের মতোই কাটিয়েছেন ওই মানুষটি। দেশের অধিকাংশ মানুষ তাকে আসল নামে চেনেন না। অধিকাংশরাই তাকে ডুপ্লিকেট অমিতাভ বচ্চন (Duplicate Amitabh Bachchan) নামেই চেনেন। ওই মানুষটি আর রইলেন না, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। আর তার মৃত্যুর পর অনেকেই তার আসল পরিচয় জানতে উদগ্রীব হয়ে রয়েছেন।

ওই ব্যক্তি যেদিন থেকে নিজের সঙ্গে অমিতাভ বচ্চনের মুখের মিল পেয়েছিলেন সেদিন থেকেই অমিতাভ বচ্চনের মত চালচলন শুরু করে দিয়েছিলেন। অমিতাভ বচ্চনের মতো চুলের ছাঁট থেকে শুরু করে ফ্রেঞ্চ কাট দাড়ি, কথাবার্তা, হাঁটা চলা সবকিছুকে আয়ত্তে এনেছিলেন। এমনকি আজীবন অমিতাভ বচ্চনের মিমিক্রি করে যাওয়ার জন্য তিনি অভিনয় জগতেও সুযোগ পেয়েছিলেন অভিনয় করার।

তিনি ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় বেশ টুকটাক অভিনয় করার সুযোগ পেয়েছেন। সম্প্রতি তিনি ‘ভাবিজি ঘর পে হ্যায়’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে তিনি কেবলমাত্র অমিতাভ বচ্চনকে ডুপ্লিকেট করতেন তা নয়, পাশাপাশি তিনি ছিলেন অমিতাভ বচ্চনের অন্ধভক্ত। তার অমিতাভ বচ্চনের সমস্ত সিনেমার ডায়লগ ঠোঁটস্থ। তবে এই মানুষটি আর রইলেন না। এমন একজন মিমিক্রি তারকার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকোস্তব্ধ হয়ে পড়েছেন অনেকেই।

আরও পড়ুন 👉 Sholay Shooting Spot : এই জায়গার কোণায় কোণায় ঘুরে বেড়ান অমিতাভ-ধর্মেন্দ্র! পর্যটকদের টানছে শোলের শুটিং স্পট

এখন প্রশ্ন হল সদ্য প্রয়াত অমিতাভ বচ্চনের ওই ডুপ্লিকেটের আসল পরিচয় কি? ডুপ্লিকেট অমিতাভ বচ্চনের আসল নাম ফিরোজ খান (Firoz Khan)। তিনি গত ২৩ মে অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলায় হৃদরোগে আক্রান্ত হন এবং তারপর মারা যান। তবে ফিরোজ খান কেবলমাত্র অমিতাভ বচ্চন নয়, এর পাশাপাশি আরও বিভিন্ন বলিউড তারকার মিমিক্রিও করতেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ বড় জায়গা করে নিয়েছেন। তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে।

তবে অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট হিসাবে কেবলমাত্র ফিরোজ খান রয়েছেন এমনটা নয়। কেননা একইভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন শশীকান্ত পেরুয়াল নামেও এক ব্যক্তি। অনেকেই রয়েছেন যারা ওই ব্যক্তির সঙ্গে সেলফি নেওয়ার জন্য মুখিয়ে থাকেন। তবে জনপ্রিয়তার দিক দিয়ে কিছুটা হলেও যেন ফিরোজ খান এগিয়েছিলেন ডুপ্লিকেট অমিতাভ বচ্চনদের তালিকায়।