Sholay Shooting Spot : এই জায়গার কোণায় কোণায় ঘুরে বেড়ান অমিতাভ-ধর্মেন্দ্র! পর্যটকদের টানছে শোলের শুটিং স্পট

Sholay Shooting Spot : অল টাইম হিট শোলে মুভি সম্পর্কে নিশ্চয়ই নতুন করে বলার কিছু নেই। কিন্তু জানেন এই মুভির শুটিং হয়েছিল কোথায়? চলুন আজকে আপনাদের সেই জায়গা থেকেই ঘুরিয়ে আনব। যেখানে আপনি খুঁজে পাবেন টিভিতে দেখা শোলে মুভির প্রতিটি দৃশ্য। রিল থেকে রিয়েলের দেখা পাবেন আপনি। জমি উপভোগ করতে পারবেন ঘুরতে যাওয়ার প্রত্যেকটা সিন।

শোলে মুভির শুটিং স্পট চাক্ষুষ করতে চাইলে আপনাকে যেতে হবে কর্নাটকের ব্যাঙ্গালোর। সেখান থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এক অসাধারণ হিল স্টেশন। এখানকার পরিবেশ আপনাকে এনে দেবে অসম প্রশান্তি। ব্যাঙ্গালোর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত রামনগর হিল স্টেশন। যার আশপাশে ছড়িয়ে রয়েছে শোলে মুভির প্রত্যেকটা সিন। এই জায়গা স্থানীয় মানুষদের কাছে তো বটেই, পাশাপাশি সিনেমাপ্রেমী এবং পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় জায়গা।

শুধু কি রামনগর ঘুরেই চলে আসবেন? তার থেকে ভাল হয় যদি, এই টুর প্ল্যান অনুসরণ করেন। প্রথম দিনেই চলে যান চন্নাপাটনা। শহুরে জনজীবন থেকে খানিকটা দূরে অবস্থিত এই জায়গা বেশ কোলাহলমুক্ত। চন্নাপাটনার আরেক নাম খেলনা শহর। এটি শুধুমাত্র একটি পর্যটন স্থলই নয়। এটি একটি সৃজনশীল শহরও বটে। এখানকার অনন্য নকশার কাঠের খেলনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই খেলনাগুলির কারুকার্য খুব সুন্দর। চন্নাপাটনাতে গেলে এই সব কাঠের খেলা তৈরি স্বচক্ষে দেখতে পাবেন। শোনা যায়, এই খেলনাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজেও সাজানো রয়েছে।

সারাদিন ঘুরে ফিরে রাতে ট্রেকিং করে চলে যান রামনগর হিল স্টেশন। পর্যটকরা বলেন, রাতে রামনগর ট্রেকিং করার মজাই আলাদা। রক ক্লাইম্বিং এর জন্য এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। ব্যাঙ্গালোর শহর থেকে কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এখানে। এখানকার রামাগিরির মতো অনেক জায়গায় ট্রেকিং-এর ব্যবস্থা রযেছে। এখানে ব্লকবাস্টার শোলের কিছু দৃশ্যের শুট হয়েছিল। এসআরএস হিলস্ র‌্যাপেলিং এবং রক ক্লাইম্বিংএর জন্য বিখ্যাত।

ব্যাঙ্গালোরের জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত রামনগরের রামদেবরা বেট্টা পাহাড়টিও একটি দারুণ দর্শনীয় স্থান। পাহাড়ি ভূমি থেকে প্রায় তিন হাজার ফিট উপরে অবস্থিত এই পাহাড়টি প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। এখানেও ‘শোলে’-এর বিভিন্ন দৃশ্যের শুটিং হয়েছিল এখানে। এখান থেকে পাহাড়ের দৃশ্য এত সুন্দর যে এখান থেকে ফিরে আসার পরও স্থানটিকে ভুলতে পারবেন না। এই স্থানে সদলবলে ঘোরার আনন্দাই আলাদা।

ব্যাঙ্গালোর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত হিলটপ গ্রাম। শোলে শুটিং -এর আগে এটি একটি অফবিট গ্রাম ছিল। লোকে এর নাম জানতো না বললেই চলে। কিন্তু শোলের শুটিং হওয়ার পর থেকে পর্যটকরা এই জায়গার প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। শুটিংয়ের সময় এখানে বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসতেন। আজও এখানে অনেক ছবি বা বিজ্ঞাপনের শুটিং হয়। শুধু তাই নয়, পাহাড়ি গ্রাম হওয়ায় এখানে ট্রেকিং-এর কাজও চলে।