সুখবর, নির্দিষ্ট বয়সের প্রবীণ নাগরিকদের আর দিতে হবে না Income Tax

নিজস্ব প্রতিবেদন : Income Tax Return-এর ক্ষেত্রে চলতি বাজেটে কিছু একটা ঘোষণা হতে পারে এমন আশাতেই ছিলেন দেশের কোটি কোটি মানুষ। আর বাজেট ঘোষণা পর্ব শুরু হতেই ধীরে ধীরে তা খোলাসা হলো।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্দিষ্ট বয়সের প্রবীণ নাগরিকদের Income Tax Return-এর ঝামেলা থেকে মুক্তি দিলেন। অর্থাৎ এই পর্যায়ে যে সকল নাগরিকরা পড়বেন তাদের আর জমা দিতে হবে না Income Tax Return।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণার সময় প্রত্যক্ষ করের একগুচ্ছ সংস্কারের ঘোষণা করেন। করের বোঝা কমানোর ক্ষেত্রে তাকে ঘোষণা করতে দেখা যায় কর্পোরেট কর, ক্ষুদ্র কর দাতাদের ছাড় দিতে। পাশাপাশি এই কর ব্যবস্থাকে আরও সহজ করার ঘোষণা করেন তিনি। যার সাথে সাথে উঠে আসে প্রবীণ নাগরিকদের প্রসঙ্গ।

নির্মলা সীতারামন ঘোষণা করেন, ৭৫ বছর বয়সী প্রবীণ নাগরিকরা, যারা পেনশন এবং তাদের জীবনে কষ্টার্জিত অর্থের সুদের উপর নির্ভর করে জীবনযাপন করেন তাদের Income Tax Return ফাইল করতে হবে না।

৭৫ বছর বয়সী এই প্রবীণ নাগরিকরা Income Tax Return ফাইল জমা করা থেকে মুক্তি পাওয়ায় স্বভাবতই খুশির হাওয়া তাদের মধ্যে। কারণ এই বয়সে তাদের যেমন ফাইল জমা করার ঝামেলা থেকে মুক্তি মিলছে ঠিক তেমনি মুক্তি মিলছে বাড়তি খরচ থেকেও।