‘তারা মা’কে নিয়ে চলছে ব্যবসা, সতর্ক করলো মন্দির কমিটি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল তীর্থ ক্ষেত্র রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো তারাপীঠ। বছরের অধিকাংশ সময়ই তারাপীঠে অগণিত ভক্তের সমাগম হয়ে থাকে তারা মায়ের দর্শন ও পুজো দেওয়ার জন্য। তবে সাম্প্রতিক কালে এই তারাপীঠে অনলাইনে পুজো দেওয়া নিয়ে তৈরি হয়েছে একটি চক্র। এমনটাই অভিযোগ তারাপীঠ মন্দির কমিটির সদস্যদের।

Advertisements

Advertisements

অনলাইনে পুজো দেওয়া অথবা বিভিন্ন ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা মায়ের এমন পুজো দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জী জানিয়েছেন, “মন্দির কমিটির কোন ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ কিছু নায় এবং কোন সেবায়েতদেরও কিছু নেয়। কিছু মানুষ আছেন যারা মাকে নিয়ে ব্যবসা করছেন। তারা কিছু ফেক ফেসবুক অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট করে এই কাজ করছেন। আর এইসব করে তারা বলতে চাইছেন, মায়ের পুজো দিতে গেলে এই টাকা দিতে হবে। এত খরচ হবে ইত্যাদি। আমার অনুরোধ এমন প্রতারণায় যেন কেউ পা দেবেন না।”

Advertisements

এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন, “যদি কেউ সশরীরে তারা মায়ের কাছে আসতে না পারেন অথচ পুজো দিতে চান তাহলে তিনি যেন পূর্ব পরিচিত কোন পান্ডা অথবা মন্দিরের পূজারীকে পূজোর সামগ্রী দেন। তিনি সেই পুজো দিয়ে বাড়িতে প্রসাদ পাঠানোর ব্যবস্থা করে দেবেন।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধ্রুব চ্যাটার্জী আরও জানিয়েছেন, “আমরা এই সকল প্রতারণা রুখে দেওয়ার জন্য সাইবার ক্রাইম থানায় অভিযোগ দিয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।”

প্রসঙ্গত, ফেসবুক সহ বিভিন্ন জায়গায় সম্প্রতি এমন একাধিক সোশ্যাল অ্যাকাউন্ট লক্ষ্য করা যাচ্ছে, যেগুলির মাধ্যমে অনলাইনে তারা মায়ের পুজো করানোর দাবি তোলা হচ্ছে। তবে মন্দির কমিটির সদস্যদের তরফ থেকে এদিন এই সকল দাবি-দাওয়ার সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয় এবং সকলকে সতর্ক থাকার আবেদন জানানো হয়।

Advertisements