নিশ্চিন্তে হবে ট্রেন যাত্রা, করোনা ঠেকাতে অভিনব পদক্ষেপ ভারতীয় রেলের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দেশের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড ট্রেন পরিষেবা এখনো স্বাভাবিক নয়। এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্যে সীমিত সংখ্যক ট্রেন চলার পাশাপাশি লোকাল ট্রেন বন্ধ রয়েছে। মূলত ট্রেনের মধ্যে যাত্রীরা দীর্ঘক্ষণ কাছাকাছি থাকার কারণে সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এই ঝুঁকির কারণে অনেকেই এখন ভ্রমণ এড়িয়ে চলছেন এবং ট্রেন পরিষেবা স্বাভাবিক করার পথে হাঁটার ঝুঁকিও নিতে পারছে না একাধিক রাজ্যের সরকার।

তবে বহু মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন বন্ধ থাকলেও যাতায়াতের জন্য যেসকল স্পেশাল ট্রেন চালানো হচ্ছে সেই সকল ট্রেনগুলিতেই করোনা ঠেকাতে অভিনব পদক্ষেপ গ্রহণ করলো ভারতীয় রেল। অভিনব এই পদক্ষেপ হিসাবে বিশেষ কিছু ট্রেনে রেলের তরফ থেকে লাগানো হবে ইউভি লাইট। ইতিমধ্যেই এই পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে আইসিএমআর।

মূলত ট্রেনের মধ্যে ইউভি লাইট লাগানোর সিদ্ধান্ত নিয়েছে নর্দান রেলওয়ে। আল্ট্রাভায়োলেট এই রে-র মাধ্যমে ট্রেনের মধ্যে থাকা করোনাভাইরাসকে নিশ্চিহ্ন করা যাবে। তবে এই ব্যবস্থা আপাতত শুরু হচ্ছে লখনউ থেকে নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেসের কামরায়। পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা শুরু হওয়ার পর সফলতা মিলে তা অন্যত্র ছড়িয়ে দেওয়া হবে। ইউভি স্টেরিলাইজেশনের ব্যবস্থা খুব শীঘ্র চালু হবে বলে জানা যাচ্ছে।

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, ইউভি স্টেরিলাইজেশন ব্যবস্থা অন্যান্য ডিভিশনের বিশেষ ট্রেনগুলিতেও ব্যবস্থা করা হবে। ট্রেনের কামরায় দীর্ঘক্ষণ যাত্রীরা কাছাকাছি থাকেন এবং বিভিন্ন জায়গা থেকে যাত্রীদের আগমন ঘটে। যে কারণে সংক্রমণের এই আশঙ্কা একটু বেশিই থাকে। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল আরও একটু বেশি সতর্কতার দিকে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।