স্টাফ স্পেশাল ট্রেনে কারা কারা চড়তে পারবেন জানালো রেল, দেওয়া হলো শর্ত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের তরফ থেকে গত এক মাসের বেশি সময় ধরে কঠোর বিধিনিষেধ জারি করেছে। আর এই কঠোর বিধি-নিষেধ জারি থাকাকালীন লোকাল ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরে আবার গণপরিবহণের অঙ্গ বাস, ট্রেন এবং অন্যান্য যানবাহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আর এই গণপরিবহণ সচল না থাকায় অসুবিধার সম্মুখীন বিভিন্ন দফতরের কর্মীরা।

Advertisements

Advertisements

অন্যদিকে রেলের তরফ থেকে তাদের স্টাফদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালু রেখেছে। এই স্টাফ স্পেশাল ট্রেনে যাতে বিভিন্ন দফতরের কর্মীরা চড়তে পারেন তার জন্য রেলের কাছে বারংবার অনুরোধ জানানো হয়। সেই অনুরোধ সাপেক্ষে প্রথম দফায় রেল নিজেদের স্টাফ ছাড়াও স্টাফ স্পেশাল ট্রেনে স্বাস্থ্যকর্মীদের ওঠার অনুমতি দেয়। আর এরপর বৃহস্পতিবার এই সকল ট্রেনের ব্যাঙ্ক কর্মী এবং পোস্ট অফিসের কর্মীদেরও ওঠার অনুমতি দেওয়া হল।

Advertisements

অর্থাৎ বর্তমানে রেলের ঘোষণা অনুযায়ী তাদের স্টাফ স্পেশাল ট্রেনের চার ধরনের সরকারি কর্মচারীরা সফল করতে পারবেন। নিজেদের স্টাফেরা ছাড়াও স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ক কর্মী এবং পোস্ট অফিস কর্মীরা নিজেদের গন্তব্যে যেতে পারবেন এই সকল ট্রেনগুলিতে চরে। তবে ব্যাঙ্ক ও পোস্ট অফিস কর্মীদের সফর করার অনুমতি দেওয়ার পাশাপাশি শর্ত রাখা হয়েছে।

রেলের তরফ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল, কতজন ব্যাঙ্ক ও পোস্ট অফিস কর্মী যাতায়াত করবেন তা জানাতে। তবে এবিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না দেওয়া হলেও এই পরিষেবা চালু করার ঘোষণা করেছে পূর্ব রেল। পরিষেবা চালু করার পাশাপাশি রেলের তরফ থেকে শর্তসাপেক্ষে বলা হয়েছে মান্থলি টিকিট বুক করে সফল করতে হবে।

Advertisements