Now make Rat Killer at home in these 4 ways: প্রতিটি বাড়িতেই কম বেশি ইঁদুরের সমস্যায় ভুগতে আমাদের। গণপতির এই ছোট্ট বাহনটি বাড়ির আনাচে কানাচে ঢুকে পড়ে বইপত্র, জামা কাপড় কেটে গৃহস্থের অনেক ক্ষতি করে দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মাঝে মাঝে আমরা ইঁদুর করার কীটনাশক (Rat Killer) বা পেস্ট কন্ট্রোল সার্ভিস এর সাহায্য নিই। কিন্তু সে তো সাময়িক ব্যাপার। কিছুদিনের জন্য ইঁদুর দূর হয় বটে, তবে অল্প দিনের মধ্যেই সে আবার বাড়িতে উপদ্রপ শুরু করে দেয়।
প্রাণী হত্যা করা পাপ হলেও ইঁদুরের উৎপাত অত্যন্ত বেশি হয়ে গেলে অনেকেই তার হাত থেকে মুক্তি পেতে ইঁদুর মারার (Rat Killer) বিষ দেন। কিন্তু ইঁদুর মারার বিষ ব্যাবহার করাও আরো সমস্যজনক বিষয়। কারণ সেই বিষ খেয়ে ইঁদুর ঘরের কোন কোণে গিয়ে মরে পড়ে থাকবে তা খুঁজে পাওয়া মুশকিল। আর তাই মরা ইঁদুর কয়েকদিন পড়ে থাকলে ঘরে দুর্গন্ধ ছড়ায়। তাহলে ভাবছেন তো ইঁদুর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উপায় আছে আমাদের হাতের কাছেই। কয়েকটি ঘরোয়া উপকরণ ব্যবহার করে সহজে এবং স্থায়ী ভাবে দূর করা যায় ইঁদুরকে।
১) লবঙ্গ
রান্নাঘরের এই ছোট্ট মসলাটি ইঁদুর তাড়াতে দারুন ভাবে কার্যকর। একটি নরম কাপড়ে বেশ কয়েকটি লবঙ্গ ঢুকিয়ে সেই কাপড়টি ইঁদুরের যাতায়াতের স্থানে রেখে দিলেই সেই স্থান থেকে ইঁদুরের আসা বন্ধ হয়ে যাবে এবং আপনি আপনার বাড়ির ভিতরে ইঁদুরের উপদ্রপ থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুন ? Jai Jagannath: দুই ইঁদুরের মুখে ‘জয় জগন্নাথ’ ধ্বনি! বলছে অবিকল মানুষের মত, বিশ্বাস না হওয়ার মতোই
২) লঙ্কাগুঁড়ো
লঙ্কাগুঁড়ো এমনই একটি উপাদান যা প্রত্যেকের রান্না ঘরেই থাকে। সেই লঙ্কাগুঁড়োই ঘর থেকে ইঁদুর তাড়াতে দারুন ভাবে কাজ করে। একটি নরম কাপড়ে কিছুটা লঙ্কা গুঁড়ো ভরে যে দিক থেকে ইঁদুর যাওয়া আসা করে সেই রাস্তায় রেখে দিলেই ঘটবে এই ম্যাজিক। কিছু দিনের মধ্যেই আপনার বাড়ি থেকে ইঁদুরের উৎপাত কমে যাবে।
৩) পেপারমিন্ট
পেপারমিন্ট এর গন্ধ ইঁদুর একদমই সহ্য করতে পারে না। এই কারণে এটি ঘর থেকে ইঁদুর তাড়াতে দারুন ভাবে কাজ করে। ঘরের যে পথে ইঁদুর যাতায়াত করে সেখানে পেপারমিন্ট কাগজকে তেলে ডুবিয়ে তুলোর সাথে ছোট ছোট বল এর আকারে রেখে দিতে হবে। এতে উগ্র গন্ধের কারণে ইঁদুরের উপদ্রব অনেক কমে যাবে।
৪) বেকিং পাউডার
জানা যায় বেকিং পাউডার এর গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। তাই ঘর থেকে ইঁদুরের উৎপাত দূর করতে আপনার ঘরের কোণ গুলিতে বেকিং পাউডার ছড়িয়ে রাখুন। সকালে সেই ছড়িয়ে রাখা পাউডার গুলি ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করে নিতে ভুলবেন না যেন। এতে নিশ্চিত ভাবে ঘির থেকে ইঁদুরের উপদ্রব দূর হয়ে যাবে।