ডেবিট কার্ডের দিন শেষ! এবার এটিএম কাউন্টারে টাকা উঠবে নতুন পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে অধিকাংশ মানুষ নিজেদের কষ্টার্জিত টাকা গৃহবন্দী করে না রেখে ব্যাংকে (Bank) জমা রাখেন। তবে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে প্রতিটি নাগরিককেই সেই টাকা তুলতে হয়। আবার টাকা তোলার ক্ষেত্রে এখন আর ব্যাংকের শাখায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না গ্রাহকদের, পরিবর্তে এটিএম কাউন্টার (ATM) সহ অন্যান্য মাধ্যম ব্যবহার করতে দেখা যায়। আবার এটিএম থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের প্রয়োজন হয় ডেবিট কার্ড (Debit Card)।

ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তোলার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা থাকলেও আবার নানান ধরনের ঝুঁকি থাকে। যে সকল ঝুঁকি থাকে তার মধ্যে অন্যতম ঝুঁকি হল কার্ড স্কিমিং। এই পদ্ধতিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রতারণা হয়ে থাকে। এছাড়াও এই পদ্ধতিতে টাকা তোলার জন্য বহন করতে হয় ডেবিট কার্ড। সেক্ষেত্রে ডেবিট কার্ড হারিয়ে যাওয়া অথবা ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে।

এই সকল আরও বিভিন্ন ধরনের সমস্যা দূর করার জন্য এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এসে গেল নতুন পদ্ধতি। আর সেই নতুন পদ্ধতি হলো UPI। যেভাবে ইউপিআই ব্যবহার করে আমরা বিভিন্ন জায়গায় পেমেন্ট করে থাকি, এবার সেই ভাবেই ইউপিআই ব্যবহার করে এটিএম কাউন্টার থেকে টাকা তোলা যাবে। অর্থাৎ এটিএম কাউন্টারে গিয়ে স্ক্যান করে আপনি এবার টাকা তুলতে পারবেন।

গ্লোবাল ফিনটেক ফেস্টে প্রথমবার এই ধরনের এটিএম মেশিন সামনে এসেছে। এমন এটিএম সার্ভিস চালু করেছে হিটাচি পেমেন্ট সার্ভিসেস। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই ধরনের পেমেন্ট পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা এটিএম কাউন্টার থেকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন।

নতুন এই পদ্ধতি অর্থাৎ ইউপিআই এটিএম মেশিন আপাতত দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। সারাদেশে প্রায় ৭০০টি এই ধরনের মেশিন ইন্সটল করা হবে। পাইলট প্রজেক্ট যদি ভালো রেসপন্স পায় তাহলে তা আগামী দিনে আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। জানা যাচ্ছে এই ধরনের এটিএম থেকে একবার স্ক্যান করে ১০০০০ টাকা তোলা যাবে।