NRC নিয়ে মুখ খুললেন অমিত শাহ, রাজ্যসভায় জানালেন, ‘হবেই’

নিজস্ব প্রতিবেদন : অসমে ইতিমধ্যেই নাগরিক পঞ্জিকরণ লাগু হয়েছে, পরবর্তী নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গেরকে ইঙ্গিত করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে বারংবার বিজেপি নেতাদের মুখে উঠে আসছে নানান কথা। অন্যদিকে এনআরসি বিরোধিতায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। এনআরসি নিয়ে পক্ষে ও বিপক্ষে সরগরম রাজ্যের রাজনীতি।

এনআরসি প্রসঙ্গে সরগরম রাজ্য রাজনীতির মাঝেই বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ সাফ জানিয়ে দিলেন, সারা দেশ জুড়েই NRC কার্যকর হবে৷ তবে দেশের কোনও ধর্মের লোকজনের এই বিষয়ে চিন্তিত হওয়ার দরকার নেই৷ রাজ্যসভায় আজ অমিত শাহ বলেন, “NRC প্রত্যেক ভারতীয়কে নাগরিক তালিকাভুক্ত করার একটি প্রক্রিয়া মাত্র৷ নাগরিকত্ব সংশোধনী বিল ও নাগরিক পঞ্জি এক নয়৷ ভারতের প্রত্যেক ধর্মের মানুষকে NRC-র অন্তর্ভুক্ত করা হবে৷ ধর্মের ভিত্তিতে NRC হবে না৷”

এছাড়াও আজ রাজ্যসভায় অমিত শাহ বলেন, “হিন্দু, বৌদ্ধ, জৈন, খৃস্টান, শিখ, পার্সি শরণার্থীদের এই দেশে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব কেন্দ্রের৷ সে কারণেই নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে৷ প্রতিবেশী দেশ থেকে আসা যে শরণার্থীরা ধর্মীয় হিংস্রতার শিকার, তাঁরাও এই বিলের মাধ্যমে নাগরিকত্ব পাবেন।”

প্রসঙ্গত চলতি বছরে আসামে এনআরসি তালিকা প্রকাশিত হয়েছে। আসামে এই তালিকা থেকে বাদ দিয়েছেন ১৯ লক্ষ মানুষের নাম। আজ রাজ্যসভায় সেই প্রসঙ্গ উঠলে অমিত শাহ জানান, প্রয়োজনে আসামে আবার এনআরসি হবে। যাদের এনআরসি তালিকায় নাম নেই তারা ট্রাইব্যুনালে যেতে পারেন আসাম সরকার তাদের সাহায্য দেবে।