৭ দিন পর অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুলেই ৭ বিস্ফোরক জবাব নুসরতের

নিজস্ব প্রতিবেদন : গত বছর ডিসেম্বর মাস থেকেই নিখিল নুসরতের সম্পর্ক নিয়ে অনবরত টানাপোড়েন চললেও অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।ব্যবসায়ী নিখিল জৈনের সাথে আর একছাদে থাকছিলেন না অভিনেত্রী, এরপর নুসরতের গর্ভাবস্থার কথা নিয়ে নানান রকম জল্পনা শুরু হলে নুসরত ৭ দিন পর মুখ খুললেন। নিখিল আর তার সম্পর্ক নিয়ে কতগুলি বিষয় তিনি স্পষ্ট করে তুলে ধরেন।

১) তুরস্কের আইন অনুসারে নিখিলের সাথে যে বিয়ে হয়েছিল তা অবৈধ। দুটো ভিন্ন ধর্মের মধ্যে এই বিবাহকে মান্যতা দিতে গেলে ভারতীয় সোশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আইনি বিবাহের প্রয়োজন ছিল। সেই আইনি বিবাহ করা হয়নি, তাই এটি কোন বিয়ে নয় একটি লিভ‌ ইন রিলেশনশিপ। ডিভোর্সের কোন প্রশ্নই তাই উঠছে না। আইনের চোখে যেহেতু আমরা বিবাহিত নয়, তাই বিবাহ বিচ্ছেদের কোন প্রশ্নই ওঠে না।

২) ব্যবসার জন্য বা অবসর যাপনের জন্য আমি কোথাও বাইরে গেলে তার জন্য কাউকে মাথা ঘামানোর দরকার নেই। যার সাথেই আমি থাকি না কেন মাথা ঘামানোর দরকার নেই। আমি সব সময় নিজের খরচ নিজেই চালিয়েছি নির্দিষ্ট কোন একজন ব্যক্তির খরচে কিছু করিনি।

৩) আমি প্রথম থেকেই নিজের বোনের পড়াশোনা ও পরিবারের খরচ নিজেই চালিয়েছি। কারো ক্রেডিট কার্ড নিজের কাছে রাখবার কখনো প্রয়োজন পড়েনি আমার। সেই সংক্রান্ত প্রমাণ আমার কাছে রয়েছে।

৪) আমাদের বিচ্ছেদের পরও আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে এই নিয়ে আমি সংশ্লিষ্ট ব্যাঙ্কে অভিযোগ জানিয়েছি এবং থানাতেও খুব শীঘ্রই অভিযোগ জানাবো। এর আগেও তার অনুরোধে আমার ও আমার পরিবারের সদস্যদের ব্যাঙ্কের সমস্ত তথ্য তাকে দেওয়া হয়েছিল। অথচ সে তার অপব্যবহার করে আমাদের না জানিয়েই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেয়। এই বিষয় নিয়ে আমি ব্যাঙ্কেও জানিয়েছি, প্রয়োজনে সব রকম প্রমাণ দেবো।

৫) আমার পোশাক, ব্যাগ আমার যাবতীয় অলংকার সব এখন‌ও ওর কাছে আছে। ও সেগুলো কব্জা করে রেখেছে, আমি যা উপার্জন করেছি তার একটা অংশ ওর দখলে আছে। আমি এই বিষয় নিয়ে খুব হতাশ।

৬) নিজের দক্ষতা ও পরিশ্রমের জেরে আমি যা যা অর্জন করেছি, সেগুলো ব্যবহার করে অন্য কেউ লাইমলাইটে আসুক আমি কোনওদিন চাইনি। কিন্তু সেটাই হয়েছে।

৭) নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনদিন মুখ খুলতে চাই নি কিন্তু বাধ্য হলাম। আমি মিডিয়াকেও অনুরোধ করব, আমার সাথে কোনভাবেই যে যুক্ত নয় তাকে যেন আমার বিষয়ে প্রশ্ন করা না হয়। নিজেকে একজন সাধারণ মানুষ বলে প্রচার করে তিনি হিরো হতে চাইছেন আর আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।