নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন টলি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। বিভিন্ন সময় তাকে নানান কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে লক্ষ্য করা যায়। নিখিল জৈনে সঙ্গে সম্পর্কের অবসান, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া এবং অন্তঃসত্ত্বা থেকে মা হওয়া সব ক্ষেত্রেই তিনি অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু। এবার এই অভিনেত্রীকে দেখা গেল ‘ময়ূরী’ অবতারে।
আসলে বাবা যাদবের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতে অভিনেত্রীকে নতুনভাবে দেখতে পাওয়া নতুন করে চর্চা শুরু হয়েছে। ওই মিউজিক ভিডিওর একটি টুকরো অংশ নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন খোদ অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে গানের কথায় রয়েছে, ‘নাচ ময়ূরী নাচ, পেখম খুইল্যা নাচ… হেলিয়া দুলিয়া নাচ’। এই গানের কথায় কোথাও যেন মুক্তির স্বাদ পাওয়া যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া এই ভিডিওর টুকরো অংশে লক্ষ্য করা যাচ্ছে অভিনেত্রীকে বিভিন্ন লুকে। এসবের মধ্যে সবচেয়ে আকর্ষণ হলো তাকে ময়ূর পোশাকে। পোশাকের সঙ্গে দারুণ মানিয়েছে অভিনেত্রীকে এমনটাই বলছেন দর্শকরা। তার অনুরাগীরা ইতিমধ্যেই উৎসাহের সঙ্গে বসে রয়েছেন কবে এই মিউজিক ভিডিও রিলিজ হবে তার অপেক্ষায়।
তবে এই যে মিউজিক ভিডিওর টুকরো অংশ সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে তা কোন মিউজিক ভিডিওরই টুকরো অংশ নাকি কোন ছবির আইটেম সং, তা সম্পর্কে এখনো কিছু স্পষ্ট নয়। মূলত কৌতুহলকে জাগিয়ে রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে গানের কথায় রয়েছে ওপার বাংলার ভাষা। যে কারণে মনে করা হচ্ছে, বাংলাদেশী কোন কানেকশন থাকলেও থাকতে পারে।
গতবছর আগস্ট মাসে মা হন নুসরত। এর বেশ কিছু সময় পর কাজে ফেরেন তিনি। সেই সময় আবার তিনি নিজের বাড়তি ওজন ঝরিয়ে ফেলেছেন। নতুন এই ভিডিওতে স্লিম ফিগারেই তাকে লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওটি বাবা যাদব পরিচালনা করার পাশাপাশি তাপসের কথায় ও সুরে গানটি গেয়েছেন লুইপা।