পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর কম-বেশি সকলেরই ইচ্ছা থাকে। কিন্তু আর্থিক অনটনের কারণে অনেকেই এদিক থেকে পিছিয়ে পড়ে। যার মধ্যে রয়েছে অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীরা। আর সেই সমস্ত দুস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক স্কলারশিপ (Oasis Scholarship) পরিচালনা করেছেন রাজ্য সরকার। যে স্কলারশিপের মাধ্যমে দুস্থ পরিবারের ছেলেমেয়েরা তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকের প্রতিবেদনে সেই বিশেষ স্কলারশিপের বিষয়েই জানানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই স্কলারশিপের বিস্তারিত তথ্য।
রাজ্য সরকারের দ্বারা পরিচালিত এই বিশেষ স্কলারশিপের নাম হল ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। যা SC-ST অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য চালু করেছে রাজ্য সরকার। যে স্কলারশিপের মাধ্যমে অনগ্রসর শ্রেণী ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ৪০০ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ বছর প্রতি পড়াশোনার জন্য এই স্কলারশিপে ৪৮০০ টাকা করে পাবে SC-ST ছাত্রছাত্রীরা। তবে অনগ্রসর শ্রেণীর সব পড়ুয়ারা এই স্কলারশিপ পাবেনা। তাহলে কারা পাবে?
আরো পড়ুন: MBBS পরীক্ষার নিয়মে আসছে বদল, স্বচ্ছতা বজায় রাখতে মানতে হবে কড়া নির্দেশ
মূলত মেধারর ভিত্তিতেই এই স্কলারশি পাবে অনগ্রসর শ্রেণীর পড়ুয়ারা। তবে এজন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতাগুলি হল পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্র-ছাত্রীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩৬ হাজার টাকার নীচে। এছাড়া স্কলারশিপ পাওয়ার জন্য বিশেষ যেটা প্রয়োজন তা হল পরীক্ষার নম্বর। এক্ষেত্রে SC পড়ুয়াদের ৬০ শতাংশ থাকতে হবে এবং ST পড়ুয়াদের নম্বর থাকতে তবে ৪৫ শতাংশ। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের এই স্কলারশিপের সুবিধা দেওয়া হবে।
আরো পড়ুন: আর অ্যাকাউন্টে ঢুকবে না টাকা, পড়ুয়াদের ট্যাব দেওয়া নিয়ে হতে পারে নতুন সিদ্ধান্ত
এবার জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি। ওয়েসিস স্কলারশিপের (Oasis Scholarship) জন্য অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে পড়ুয়াকে নিজের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকার সাথে আবেদন ফর্মের জন্য যোগাযোগ করতে হবে। তারপর সেই ফর্ম নিয়ে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পূরণ করে তা আবার অফিসে জমা করতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হবে। আবেদন ফর্মে কি কি ডকুমেন্টস লাগবে?
ওয়েসিস স্কলারশিপে (Oasis Scholarship) আবেদনের জন্য যে যে প্রয়োজনে নথিপত্রগুলি লাগবে তা হল পড়ুয়ার আধার কার্ড, জাতিগত শংসাপত্র, রেজাল্ট, পারিবারিক আয়ের শংসাপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের জেরক্স। এই ডকুমেন্টগুলি দিয়েই আবেদন ফর্ম পূরণ করতে হবে। সাথে উল্লেখিত নথিপত্রের এক কপি করে জেরক্স সংযুক্ত করতে হবে আবেদন ফর্মের সাথে। খবর রয়েছে এখনো পর্যন্ত রাজ্যের SC অন্তর্ভুক্ত ৪১০ জন এবং ST অন্তর্ভুক্ত ৪১০ জন পড়ুয়া এই স্কলারশিপের সুবিধা পাচ্ছেন। তবে এই আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট শেষ কোনো তারিখ নেই। এর জন্য স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকার সাথে যোগাযোগ করে জমা দিতে হবে।