অক্টোবর মাসের মিড ডে মিলে কাটছাঁট, মিলবে এই সকল সামগ্রী

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাস হল পুজো এবং উৎসবের মাস। এই পুজোর মাসে পড়ুয়াদের মিড ডে মিলে কি কি সামগ্রী দেওয়া হবে তা সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল। রাজ্যে করোনা সংক্রমণের কারণে স্কুল-কলেজ বন্ধ থাকা অবস্থায় এই সকল মিড ডে মিল সামগ্রী পড়ুয়াদের অভিভাবকদের হাতে তুলে ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার।

তবে স্কুল বন্ধ থাকা অবস্থায় প্রথম দিকে মিড ডে মিলে যে সকল খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছিল সেই খাদ্যসামগ্রীর তালিকায় সেপ্টেম্বর মাস থেকেই কাটছাঁট শুরু হয়েছে। অক্টোবর মাসেও সেই কাটছাঁট বজায় থাকছে। এমনকি পুজোর আগে মহালয়া পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়নি। তবে শিক্ষা দপ্তরের আশ্বাস, খুব তাড়াতাড়ি তা বিতরণ করা হবে।

গত মাসের ৬ তারিখ শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে মিড ডে মিলের খাদ্য সামগ্রী সম্পর্কে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, অক্টোবর মাসে মিড ডে মিলে পড়ুয়ারা খাদ্য সামগ্রী হিসাবে পাবে দু’কেজি চাল, দু’কেজি আলু, ২৫০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম ডাল এবং একটি সাবান।

দুর্গা পুজোর আগে মিড ডে মিলের খাদ্য সামগ্রী এখনো পর্যন্ত বিতরণ না হওয়া এবং খাদ্যসামগ্রীতে পুষ্টিকর খাদ্য বাদ যাওয়ার পরিপ্রেক্ষিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হণ্ডা জানিয়েছেন, “আমরা বারংবার দাবি জানিয়ে আসছি পড়ুয়াদের পুষ্টির জন্য নিয়মিত ভাবে সয়াবিন এবং ডিম দেওয়া হোক। পাশাপাশি দুর্গা পুজোর আগে খাদ্য সামগ্রী বিতরণ হয়ে গেলে খুব ভালো।”

পড়ুয়াদের একাংশের তরফ থেকে জানা গিয়েছে, অন্যান্য বছর দুর্গা পুজোর ছুটির আগে অনেক স্কুলে মিড ডে মিলে স্পেশাল মেনু দেওয়া হতো। এই সকল স্পেশাল মেনুতে মাংস, পায়েস, মিষ্টি ইত্যাদি থাকতো। কিন্তু এখন করোনা অতিমারীর কারণে স্কুল বন্ধ থাকায় এই সকল সব অতীত।