দেশে প্রথম ওড়িশার পদক্ষেপ, লকডাউন বাড়লো ৩০ শে এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রীদের থেকে ইঙ্গিত মিলেছে লকডাউন বাড়ানোর বিষয়ে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে সেরকম কোনো বার্তা দেওয়া হয়নি, সেই জায়গায় লকডাউনের সময়সীমা বাড়িয়ে প্রথম পদক্ষেপ নিতে দেখা গেল ওড়িশার মুখ্যমন্ত্রীকে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়ে দেন ওড়িশায় লকডাউন থাকবে ৩০ শে এপ্রিল পর্যন্ত। পাশাপাশি স্কুল কলেজ বন্ধ রাখার ক্ষেত্রেও সময়সীমা বাড়ালো এই রাজ্য সরকার।

বৃহস্পতিবার নবীন পট্টনায়ক একটি বিবৃতি দিয়ে জানান, “সমগ্র মানবজাতির কাছে করোনা ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। জীবন এখন সাধারণ অবস্থায় নেই। আমাদের সকলকেই পরিস্থিতি বুঝে একসাথে লড়াই করতে হবে। সবার সহযোগিতা, ধৈর্য ও প্রভু জগন্নাথ দেবের কৃপা য় আমরা এই জটিল অবস্থা কাটিয়ে উঠব।” নবীন পট্টনায়ক এদিন নিজের রাজ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার পাশাপাশি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করেন, বিমান, রেল ইত্যাদি পরিষেবা যেন ৩০ তারিখের আগে চালানো না হয়।

ওড়িশায় বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ও মৃতের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা কম। এখানে এখনো পর্যন্ত সংক্রামিত সংখ্যা ৪২ আর মৃত এক। এমত অবস্থাতেও ওড়িশার রাজ্য সরকার এমন পদক্ষেপ নিয়ে নজির সৃষ্টি করেছে বলে মত বিশেষজ্ঞদের। ৩০ শে এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করার পাশাপাশি ওড়িশার রাজ্য সরকার জানিয়ে দিয়েছে স্কুল-কলেজ বন্ধ থাকবে ১৭ ই জুন পর্যন্ত।

প্রসঙ্গত, লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রীর ইঙ্গিত ছাড়াও উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্র সরকারকে অনুরোধ করেছেন লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য। তারাও ৩০ শে এপ্রিল পর্যন্ত লকডাউন বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন।