OICL Recruitment 2024 Staff will be appointed: চাকরির সন্ধানে রয়েছেন? ২০২৪ সালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ওরিয়েন্টাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড (OICL Recruitment 2024)। ১০০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল OICL। বিজ্ঞপ্তি অনুযায়ী কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের বিভিন্ন উচ্চ শাখায় কর্মী নিয়োগ হবে। অফলাইন নয়, অনলাইনেই করা যাবে আবেদন। ফলে এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা জেনে নিন পদের নাম থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ চাকরির অন্যান্য বিস্তারিত বিবরণ।
পদের নাম
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AO)। AO পদের শাখাগুলি হল অ্যাকাউন্টস, অ্যাকচ্যুরিয়াল, ইঞ্জিনিয়ারিং, আইটি, মেডিক্যাল এবং লিগ্যাল।
মোট শূন্যপদ
১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে। পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের বিভিন্ন শাখা অনুযায়ী বিশেষ শিক্ষা থাকতে হবে। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যা সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয়।
মাসিক বেতন
ওরিয়েন্টাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড সংস্থায় সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৫০,৯২৫/- – ৯৬,৭৬৫/- টাকা।
বয়সসীমা
আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়পত্র দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
OICL চাকরিতে (OICL Recruitment 2024)আবেদনের জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ওয়েবসাইটে আবেদন করলেই আবেদন সম্পন্ন হবে। নথিপত্র যা লাগবে তা হল জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পেশাদার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, ইমেল আইডি, বৈধ মোবাইল নম্বর সহ অন্যান্য নথিপত্র।
নিয়োগ প্রক্রিয়া
উপড়ে উল্লেখিত পদগুলিতে নিয়োগের জন্য তিনটি স্তরে আবেদনকারী প্রার্থীদের উত্তীর্ণ হতে হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। সেখানে উত্তীর্ণ প্রার্থীরা মেন পরীক্ষা দেবে। মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। তবে নিযুক্ত প্রার্থীদের প্রথম এক বছর প্রবেশনে রাখা হবে।
আরও পড়ুন ? LPG Subsidy Extension: আর কত দিন সস্তায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার! জানিয়ে দিল কেন্দ্র
আবেদন মূল্য
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য লাগবে ২৫০ টাকা। অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য লাগবে ১০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ হল ১২.৪.২০২৪। আরও বিস্তারিত জানতে অনুসরণ করুন OICL সংস্থার (OICL Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইট।