এক চার্জে ২০০ কিমি, বাজারে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার

নিজস্ব প্রতিবেদন : দিন দিন পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানির আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির সাথে সাথে বাজারে চাহিদা বাড়ছে ইলেকট্রিক যানবাহনের। আর এই সকল ইলেকট্রিক যানবাহনের চাহিদা বাড়ার সাথে সাথে বিভিন্ন ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী সংস্থা বাজারে ঝাঁপিয়ে পড়েছে গ্রাহকদের চাহিদা মতো নতুন নতুন ইলেকট্রিক স্কুটার তৈরিতে। এই সকল সংস্থাগুলির মধ্যেই একটি সংস্থা এমন একটি ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে যার মাইলেজ ২০০ কিলোমিটার অর্থাৎ একবার চার্জ দিলে চলবে ২০০ কিলোমিটার।

ওকিনাওয়া নামের একটি ভারতীয় সংস্থা তেমন নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছে। এই সংস্থাটি ২০১৫ সালে পথ চলা শুরু করে এবং বর্তমানে ভারতের এক নম্বর ইলেকট্রিক দু’চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিসাবে পরিচিত। এই সংস্থাটি যে নতুন ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে তার মডেল জানা গিয়েছে Oki90।

জানা যাচ্ছে, এই সংস্থার এই ইলেকট্রিক স্কুটারটি আগামী বছর অর্থাৎ ২০২২ সালের প্রথম তিন মাসের মধ্যেই লঞ্চ হতে পারে অন্যথায় তা লঞ্চ করা হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। এমনটাই জানিয়েছেন ওকিনাওয়া সহ-প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর জীতেন্দর শর্মা। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যেখানে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া সেই জায়গায় সাধারণ মানুষের চাহিদা মেটাবে এই ইলেকট্রিক স্কুটার।

দীর্ঘ মাইলেজ থাকার পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারটি হাইস্পিড ইলেকট্রিক স্কুটার হিসাবে বাজারে লঞ্চ হতে চলেছে বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। সংস্থার দাবি অনুযায়ী, ওকিনাওয়া ওকি ৯০-র সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ কিলোমিটারের কাছাকাছি। এর পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারে থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি, জিও ফেন্সিং, নেভিগেশন, স্মার্টফোন কানেক্টিভিটি ইত্যাদি একাধিক অত্যাধুনিক ফিচার। এই ইলেকট্রিক স্কুটারটির এক্স শোরুম প্রাইস হতে পারে এক লক্ষ টাকার মধ্যেই বলে অনুমান করা হচ্ছে।