Ola Electric Rickshaw: বাজারে লঞ্চ হতে চলেছে ওলার নতুন ইলেকট্রিক রিক্সা, বাণিজ্যিক গাড়ির বাজারে প্রবেশের শুভ সূচনা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ola Electric Rickshaw: বাজারে লঞ্চ হতে চলেছে ওলার নতুন ইলেকট্রিক রিক্সা, বাণিজ্যিক গাড়ির বাজারে প্রবেশের শুভ সূচনা। পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় সংস্থা হল ওলা। সাধারণত পাবলিক ট্রান্সপোর্ট সরবরাহকারী সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছিল সংস্থাটি। তবে বর্তমানে একাধিক ইলেকট্রিক গাড়ি প্রকাশ করেছে এই সংস্থা। ওলার পক্ষ থেকে ইতিমধ্যে তিনটি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসা হয়েছে গাড়ির বাজারে। যা বেশ প্রশংসিত সাধারণের কাছে। এছাড়া একটি ইলেকট্রিক বাইকও নিয়ে আসা হয়েছে এই সংস্থার পক্ষ থেকে। বাইকটি আপাতত প্রি বুকিং এর জন্য খোলা রয়েছে। তবে খুব শীঘ্রই ইলেকট্রিক রিক্সা (Ola Electric Rickshaw) লঞ্চ করতে চলেছে সংস্থাটি।

Advertisements

বিশেষজ্ঞদের মতে ওলার এই নতুন উদ্যোগ বাণিজ্যিক গাড়ির বাজারে প্রবেশাধিকারের শুভ সূচনা ঘোষণা করছে। ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক বাইকের পর এবার গাড়ির বাজারে ইলেকট্রিক রিক্সা (Ola Electric Rickshaw) নিয়ে আসতে চলেছে এই সংস্থাটি। যানবাহনের ক্ষেত্রে বাণিজ্যিক দিক থেকে জোরালো ভূমিকা গ্রহণ করতে চাইছে ওলা। সেই উদ্দেশ্যেই একের পর এক ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে বাজারে। লঞ্চ হওয়া মাত্রই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বড় বড় সংস্থাগুলিকে।

Advertisements

এর আগে ওলার পক্ষ থেকে ৩ টি ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসা হয়েছিল। এই ৩ ধরনের স্কুটারই ব্যাপক হারে বিক্রি হয়েছে। এরপর একটি ইলেকট্রিক বাইক নিয়ে আসা হয়েছে। যেটা এখনো পর্যন্ত প্রি বুকিং পর্যায়ে রয়েছে। কিন্তু এবার আর শুধুমাত্র টু হুইলারের বাজারে নয়, এবার সরাসরি গাড়ির বাজারে প্রবেশ করতে চায় ওলা। সেই জন্যই নিচ্ছে নতুন উদ্যোগ। গাড়ির বাজারে প্রবেশ পাওয়ার জন্য ওলা নতুন ইলেকট্রিক গাড়ির বাজারে নিয়ে আসতে চলেছে। এটি একটি ইলেকট্রিক রিক্সা (Ola Electric Rickshaw)।

Advertisements

আরো পড়ুন: S1-এর পর কি এবার ওলার জোড়া ধামাকা, আসছে S2 ও S3 সিরিজ

বাণিজ্যিক গাড়ির বাজারে প্রবেশের জন্য ওলা বেছে নিয়েছে ইলেকট্রিক রিক্সাকে (Ola Electric Rickshaw)। ওলার এই নতুন রিক্সাটির নাম রাখা হতে পারে রাহি। দেখনদারি হোক বা গুণমান সবদিক থেকেই সেরা নতুন এই ইলেকট্রিক রিক্সা এমনকি দামের দিক থেকেও একেবারেই বাজেট ফ্রেন্ডলি রাখা হবে রিক্সাটিকে। এমনটাই জানা গেছে বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে। ডিজাইনের দিক থেকে রিক্সাটি বিশেষভাবে নজর কাড়ছে গ্রাহকদের। সম্পূর্ণ আধুনিক এই ইলেকট্রিক রিক্সাটি যাত্রীদের আকর্ষিত করতে বাধ্য। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে একটি উচ্চমানের ব্যাটারি যা অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হতে চলেছে।

তথ্যসূত্রে জানা গেছে, ওলার নতুন এই ইলেকট্রিক রিক্সাটিতে (Ola Electric Rickshaw) এমন একটি ব্যাটারি ব্যবহার করা হতে চলেছে যা একবার চার্জ দিলে অনেকক্ষণ পর্যন্ত পরিষেবা দিতে সক্ষম। অনেকদূর পর্যন্ত যাওয়া যাবে এই রিক্সা নিয়ে। এই গাড়িতে একটি শক্তিশালী মোটরের ব্যবস্থা করা থাকবে। ওলার নতুন ইলেকট্রিক রিক্সাটি বাড়িতে অথবা যে কোন চার্জিং সেকশনে চার্জ করা সম্ভব। গাড়িতে থাকছে অনেকটা স্পেস এবং বড় বসার জায়গা। যা যাত্রীদেরকে আরো অনেক ভালো অভিজ্ঞতা দিতে সাহায্য করবে। গাড়িটি লঞ্চ হবার কোন নির্দিষ্ট তারিখ এখনো পর্যন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি। তবে খুব শীঘ্রই যে বাজারে নিয়ে আসা হবে এই গাড়িকে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements