নিজস্ব প্রতিবেদন : দিন দিন জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে যখন যান চলাচল খরচ কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে সেই সময়ে জনপ্রিয়তার শিখরে উঠেছে ইলেকট্রিক চালিত যানবাহন। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া ছাড়াও পরিবেশ দূষণ ঠেকাতে জনপ্রিয়তা বেড়েছে এইসকল ইলেকট্রিক যানবাহনের।
ইলেকট্রিক এই যানবাহনের ব্যবহারের নিরিখে স্বাভাবিকভাবেই সবার উপরে রয়েছে ইলেকট্রিক স্কুটারের ব্যবহার। তবে এই ইলেকট্রিক স্কুটারের ব্যবহার বেড়ে চলার পাশাপাশি বাড়ছে নানান দুর্ঘটনা। গত এক মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে একাধিক ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার। এমনকি সদ্য অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটেছে এবং তিনি এই দুর্ঘটনায় মারা যান।
এমন পরিস্থিতিতে বাজার থেকে নিজেদের তৈরি ইলেকট্রিক স্কুটার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ওলা। সংস্থার তরফ থেকে সম্প্রতি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৪৪১ ইউনিট ইলেকট্রিক স্কুটার তারা বাজার থেকে তুলে নিচ্ছে। এভাবে ইলেকট্রিক স্কুটার তুলে নেওয়ার কারণ হিসাবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, একাধিক ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার পরিপ্রেক্ষিতে তদন্ত করার জন্য এই সকল ইলেকট্রিক স্কুটারগুলি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সংস্থার তরফ থেকে। গত ২৬ মার্চ পুনেতে একটি ইলেকট্রিক ওলা স্কুটারে আগুন লাগার ঘটনায় প্রাথমিক তদন্তে ব্যতিক্রমী ঘটনা উঠে এলেও সংস্থার তরফ থেকে কোনো রকম খামতি রাখা হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে এখনো অব্দি বিক্রি হওয়া ১৪৪১টি ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সমস্ত ইলেকট্রিক স্কুটার এর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। তবে এর পাশাপাশি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই সকল ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি তৈরি করা হয়েছে এআইএস ১৫৬ অনুযায়ী। ভারতীয় এই মানদণ্ড মেনে চলার পাশাপাশি ইউরোপীয় মানদন্ড ইসিই ১৩৬ গুণমান অনুসরণ করা হয়েছে।