RBI Bank License Cancel: এক ব্যাঙ্কের লাইসেন্স বাতিল, তিন ব্যাঙ্ককে জরিমানা! নতুন বছরেই বড় পদক্ষেপ নিল RBI

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের সাধারণ নাগরিকরা তিল তিল করে জমানো তাদের টাকা পয়সা রাখার জন্য সবচেয়ে সুরক্ষিত জায়গা হিসেবে ব্যাঙ্ককে (Bank) বেছে নেন। তবে এরপরেও বহু ক্ষেত্রেই দেখা যায় বহু ব্যাঙ্ক বিভিন্ন সময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) না মানার ফলে গ্রাহকদের সঞ্চিত টাকা পয়সা ঝুঁকির মধ্যে পড়ে যায়। তবে এই ধরনের ঘটনায় প্রথম পদক্ষেপ হিসাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নানান ব্যবস্থা গ্রহণ করে থাকে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর নজরদারি চালানোর সময় এবার নতুন বছরের শুরুতেই একটি ব্যাংকের লাইসেন্স বাতিল সহ তিনটি ব্যাংককে বিপুল পরিমাণ আর্থিক জরিমানা করা হলো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ওই সকল ব্যাংকের গ্রাহকদের জেনে নেওয়া দরকার এবার তাদের কি হবে!

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে হিরিউড আরবান কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এই ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির কারণে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানা গিয়েছে। এই ব্যাংকটির আর্থিক অবস্থা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আর তাদের নেই। এরই পরিপ্রেক্ষিতে লাইসেন্স বাতিল করা হয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে, এরপরেও যদি ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতো তাহলে সাধারণ মানুষদের সামনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতো।

আরও পড়ুন 👉 RBI New Rules: টাকা তোলার নিয়মে বদল! আর টাকা তোলা হবে না এই পদ্ধতিতে

অন্যদিকে এই কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করার পাশাপাশি বিপুল পরিমাণ আর্থিক জরিমানা করা হয়েছে ধনলক্ষ্মী ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক সহ তিনটি ব্যাংককে। ধনলক্ষ্মী ব্যাংককে ১.২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ককে। এর পাশাপাশি ২৯.৫৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ESAF স্মল ফাইন্যান্স ব্যাঙ্ককে। কেওয়াইসি এবং সুদের হার সহ বিভিন্ন নিয়ম অমান্য করার জন্য এইসব জরিমানা করা হয়েছে।

যে সকল ব্যাংকগুলিকে ঠিক জরিমানার সম্মুখীন হতে হয়েছে সেই সকল ব্যাংকের গ্রাহকদের উপর এর সরাসরি প্রভাব পড়বে না। অন্যদিকে যে ব্যাংকটির লাইসেন্স বাতিল করা হয়েছে, সেই ব্যাংকের গ্রাহকরা ডিপোজিট ইন্সুরেন্স এবং ক্রেডিট কর্পোরেশনের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়ার ক্ষেত্রে তাদের কোন বাধা থাকবে না। তবে তার থেকেও যদি বেশি টাকা থাকে সেই টাকাও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হবে।