Income Tax Announcement: হাতে আসবে অনেক বেশি টাকা, জুলাইয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নতুন সিদ্ধান্ত বাড়াবে মধ্যবিত্তদের ইনকাম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফের একবার মোদি সরকার দেশ শাসনের জন্য সিংহাসন দখল করলেও এবার কিন্তু আগের মতো আর দাপট নেই। কেননা গত ১০ এনডিএ শিবিরের বিজেপি কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। কিন্তু এই বছর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি, যে কারণে শরিকদের হাত ধরেই তাদের সরকার গঠন করতে হয়েছে।

Advertisements

টেনেটুনে সরকার গঠন করার ফলে আগামী পাঁচ বছর কেন্দ্র সরকার নিজেদের সঠিক প্রমাণ করার চেষ্টা চালাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। সঠিক প্রমাণ করার জন্য তারা বিভিন্ন জনদরদী পদক্ষেপ নিতে পারে বলেও মনে করা হচ্ছে। শুধু মনে করা নয়, ইতিমধ্যে তৃতীয় মোদি সরকার গঠন হওয়ার পরই কৃষকদের জন্য একের পর এক ঘোষণা করতে দেখা গিয়েছে তাদের। তবে শুধু কৃষকদের জন্য নয়, জুলাই মাসে সাধারণ মধ্যবিত্তদের জন্যও সুখবর আসতে পারে।

Advertisements

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়ে থাকে। সেই মতো এই বছরও নিয়ম মেনে কেন্দ্রীয় বাজেট পেশ করা হলেও তা পূর্ণাঙ্গ বাজেট ছিল না। এই বছর ফেব্রুয়ারি মাসে পেশ করা বাজেট ছিল অন্তর্বর্তী বাজেট। আর এবার সরকার গঠনের পর জুলাই মাসে পুনরায় বাজেট পেশ করা হবে এবং সেই বাজেট হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট। পূর্ণাঙ্গ এই বাজেটেই সুখবর আসতে চলেছে মধ্যবিত্তদের জন্য।

Advertisements

আরও পড়ুন ? Tata Motors New Price: সস্তা টাটার গাড়ি হতে চলেছে দামি, এই নিয়ে তিনবার দাম বাড়াচ্ছে সংস্থা

কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সূত্রে যা জানা যাচ্ছে তাতে জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে জনমুখী। এই পূর্ণাঙ্গ বাজেটে এবার সবচেয়ে স্বস্তি মিলতে পারে আয়কর (Income Tax Announcement) ব্যবস্থায়। আয়কর ব্যবস্থার ক্ষেত্রে বড় ঘোষণা হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যে সকল ভারতীয় নাগরিকদের বাৎসরিক আয় ১৫ থেকে ১৭ লক্ষ টাকা, তাদের উপর থেকে আয়করের বোঝা কমানো হতে পারে। আয়করের বোঝা কমানো হলেই এই সকল মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের হাতে আরও বেশি টাকা আসবে।

শুধু তাই নয়, এর পাশাপাশি বর্তমানে যে আয়কর স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে। স্ল্যাবের ক্ষেত্রে পরিবর্তন এনে রোজগারের উপর করের বোঝা কমানো হতে পারে। করের বোঝা কমানো হলেই দেশের সাধারণ নাগরিকদের হাতে বেশি টাকা আসবে, বাড়বে তাদের রোজগার।

Advertisements