কেমন হবে ‘এক দেশ এক ভোট’, আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠালো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই এক দেশ এক রেশন-এর মতো বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার দিকে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সকল উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্নতা দূর করা। সেই রকম একটি প্রস্তাব রয়েছে এক দেশ এক ভোট ব্যবস্থা। সেই এক দেশ এক ভোট ব্যবস্থা কেমন হবে তা নিয়ে আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠালো কেন্দ্র।

এই বিষয়ে শনিবার রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এক দেশ এক ভোটের প্রস্তাব আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন যাতে একসঙ্গে হয় তার জন্য একটি বাস্তবসম্মত রোড ম্যাপ এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে।

রাজ্যসভার সাংসদ সুশীল কুমার গুপ্তার একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু গত শনিবার এক দেশ এক নির্বাচন সম্পর্কিত তথ্য পেশ করেছেন। সুশীল কুমার গুপ্তা মূলত চারটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলি ছিল এক দেশ এক নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার বিষয়ে কেন্দ্রের কোন চিন্তাভাবনা রয়েছে কিনা, যদি এমনটা হয়ে থাকে তাহলে সরকারের মতামত কি, যদি না হয়ে থাকে তাহলে কারণ কি এবং অন্যান্য যেসকল দেশে এই ধরনের নির্বাচন হয়ে থাকে সেই সকল দেশের নির্বাচনী প্রক্রিয়া সমীক্ষা করার কোন পরিকল্পনা কেন্দ্রে রয়েছে কিনা?

এই সকল উত্তরের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে গঠন করার স্থায়ী কমিটির নির্বাচন কমিশন এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখছে। একই সঙ্গে এই নির্বাচন করার জন্য বাস্তবসম্মত রোড ম্যাপ এবং যথাযথ পরিকাঠামো তৈরি করা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে বিষয়টি পাঠানো হয়েছে।

এই বিষয়ে বলে রাখা ভালো, প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র গতমাসে সর্ব ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশজুড়ে একসঙ্গে একযোগে নির্বাচন করতে প্রস্তুত। এক দেশ এক নির্বাচনের ধারাকে তিনি সমর্থন করেছেন।