One Nation One Subscription: শীঘ্রই চালু হবে ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’, লাভ হবে ১.৮ কোটি পড়ুয়া-গবেষকের

Prosun Kanti Das

Published on:

Advertisements

One Nation One Subscription: কেন্দ্রীয় সরকার বরাবর নানারকম কল্যাণমূলক প্রকল্প চালু করে থাকে, যার ফলে লাভবান হয় দেশের জনগণ। সেরকমই একটি প্রকল্প শীঘ্রই চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যার নাম হলো, ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’ প্রকল্প। এই প্রকল্পটি একবার চালু হয়ে গেলে লাভবান হতে চলেছেন ভারতের গবেষকরা। যদি এই প্রকল্পটি চালু হয় তাহলে এর ফলে লাভবান হবেন কেন্দ্র এবং রাজ্যের সব গবেষকরাই, কারণ এই প্রকল্পের ফলে সমানভাবে গবেষণা পত্র এবং অ্যাকাডেমিক জার্নাল হাতে পাবেন তারা।

Advertisements

মোদি সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের ফলে বিশেষজ্ঞরা আশা করছে যে গবেষণা হতে চলেছে ‘গণতান্ত্রিক’ এবং ‘সার্বজনিক’। এই প্রকল্পের ফলে ১.৮ কোটি পড়ুয়া এবং গবেষকরা উপকৃত হবেন এমনটাই আশা করা হচ্ছে। এই প্রকল্পে ব্যয় হতে চলেছে প্রায় ছয় হাজার কোটি টাকা। ২০২৫ থেকে ২০২৭ অর্থবর্ষের জন্যে ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’ (One Nation One Subscription) প্রকল্প চালু হচ্ছে এবং এরফলে উচ্চশিক্ষা দফতরের একটি নির্দিষ্ট পোর্টাল লঞ্চ করা হবে।

Advertisements

আরো পড়ুন: SBI থেকে শুরু করে LPG, OTP নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো, কবে থেকে বদলাচ্ছে নিয়ম

কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নেওয়ার আসল কারণ হলো, দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত গবেষণাপত্র এবং জার্নালগুলোকে একটি ছাতার তলায় আনা। ‘ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন’ প্রকল্প (One Nation One Subscription) এ কারণেই দেশে চালু করা হচ্ছে। সোমবার এই প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে।

Advertisements

আরো পড়ুন: ডিসেম্বর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৭ দিন, ছুটি থাকবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়

এই দেশে যাদের শিক্ষার মান আরো বেশি উন্নত হয় এবং দেশের তরুণ প্রজন্মের সামনে গবেষণার আরো বড় সুযোগ খুলে দেওয়ার জন্যই এই প্রকল্প (One Nation One Subscription) চালু করেছে কেন্দ্র সরকার। উচ্চশিক্ষার গুণগত মান যদি ভাল হয় তাতে লাভ হবে দেশের যুবসমাজের। রিপোর্ট অনুযায়ী, প্রায় দু’বছর ধরে এই প্রকল্পটি বাস্তবায়িত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটাই পূরণ হতে চলেছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসরণ করেই এই প্রকল্প চালুর কথা ভাবা হয়েছিল। পাশাপাশি সামঞ্জস্য রাখা হয়েছে বিকশিত ভারত এবং ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের লক্ষ্যের সঙ্গে।

প্রকল্পটি শুরু হতে চলেছে আগামী বছর থেকেই। প্রকল্পটির আওতায় আনা হয়েছে প্রায় রাজ্য ও কেন্দ্রের ৬ হাজার ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে। পাশাপাশি ইউজিসির অন্তর্ভুক্ত সংস্থা ইনফর্মেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্কের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় ৩০টি প্রধান আন্তর্জাতিক জার্নাল প্রকাশককে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প ব্যবহার করে এই প্রকাশকদের প্রায় ই-জার্নাল পড়ুয়ারা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে আবার দেশের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির শহরগুলিতে বসবাসকারী পড়ুয়া, শিক্ষক এবং গবেষকরা এই প্রকল্পের ফলে অনেকটাই লাভবান হবে।

Advertisements