ফের কপাল খুলল বাংলার, নতুন করে একটি খনিজ তৈল ভান্ডারের হদিশ

নিজস্ব প্রতিবেদন : এ যেন ধাপে-ধাপে কপাল খুলছে বাংলার। একের পর এক জায়গায় খনিজ সম্পদের হদিশ মিলছে বাংলার মাটি থেকে। একদিকে বীরভূমের মহঃবাজার ব্লকের মাটির নিচে থাকা বিশাল খনিজ সম্পদ কয়লা, অন্যদিকে অশোকনগরেও ব্ল্যাক গোল্ড।

আগেই অশোকনগরের বাইগাছি এলাকায় একটি খনিজ তেল ভান্ডারের হদিশ পাওয়া গিয়েছিল। এবারেই বাইগাছির পর নতুন করে একটি খনিজ তেলের ভান্ডারের হদিস পাওয়া গেল দৌলতপুরে। আর এখানেই ওএনজিসির দ্বিতীয় ইউনিট তৈরি করার কাজ চলছে দ্রুত গতিতে। এই দৌলতপুরে হদিস পাওয়া খনিজ তেলের মান উন্নত হবে বলেই মনে করা হচ্ছে প্রাথমিক পরীক্ষায়।

অশোকনগরের বাইগাছিতে আগেই সন্ধান পাওয়া গিয়েছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের। এলাকার ১৫ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে তৈল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র। দৌলতপুরের কূপ খননের কাজ উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক। দিন চারেকের মধ্যে পুরোদমে এই খনন কাজ শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু হলে বাড়বে কর্মসংস্থান, ভোল বদলাবে এলাকার।

অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা স্থানীয় পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সমাজসেবী সংগঠনগুলি এই কাজের জন্য ঝাঁপিয়ে পড়েছে। যাতে করে এই কাজ দ্রুত শুরু হয় কোন রকম বাধা ছাড়াই। এর ফলে এলাকার মানোন্নয়ন ঘটবে।

এদিকে অশোকনগরের আরও একাধিক জায়গায় এমন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ভান্ডার রয়েছে মাটির নিচে বলেই জানা যাচ্ছে। সেগুলির খনন কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। আগামী দু’বছরের মধ্যে ১৪ জায়গায় বোরিং করে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল সংগ্রহ করার কাজ শুরু হবে। অশোকনগরের বাইগাছিতে যে খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছিল, সেইমতো ওএনজিসি। সেখানে বর্তমানে নিয়মিত তেল উত্তোলন চলছে।