লাইনে দাঁড়ানোর দরকার নেই, বাড়িতে বসেই সরকারি মূল্যে করা যাবে ধান বিক্রি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অন্নদাতাদের জন্য এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলো। যাতে তারা খুব সহজে সরকারি মূল্যে নিজেদের মাঠের ধান বিক্রি করতে পারেন তার ব্যবস্থা করা হলো। কারণ সরকারি মূল্যে ধান বিক্রি করার জন্য এর আগে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে অন্নদাতাদের। এমনকি লাইনে দাঁড়ানোর জন্য ঠেলাঠেলি, হুড়োহুড়ি করতে পর্যন্ত দেখা গিয়েছে তাদের। সেই জায়গায় এবার সরকারের তরফ থেকে এমন ব্যবস্থা আনা হলো যাতে বাড়িতে বসেই সরকারি মূল্যে ধান বিক্রি জন্য রেজিস্ট্রেশন করতে পারেন চাষিরা।

Advertisements

এখন চাষীরা স্থায়ী ধান ক্রয় কেন্দ্রে সশরীরে না পৌঁছে বাড়িতে বসেই অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ইতিমধ্যেই এই প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের www.procurement.wbfood.in ওয়েবসাইটে লগইন করতে হবে এবং সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।

Advertisements

এছাড়াও গুগল প্লে স্টোরে যে খাদ্য সাথী আমার রেশন নামে একটি অ্যাপ রয়েছে সেখান থেকেও সরকারি মূল্যে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এই পোর্টালে Farmer link নামে যে বিকল্প রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপর farmer self registration বিকল্প বেছে নিতে হবে।

Advertisements

এই বিকল্পে বেনিফিশিয়ারি হিসাবে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে নিজেদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর দিতে হবে ভোটার আইডি কার্ড নম্বর এবং আধার নম্বর। আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকলে ওটিপি ভেরিফিকেশন করে আধার ভ্যালিডেশন করতে হবে।

পরবর্তীতে নিজের নাম পরিচয় সহ অন্যান্য যে সকল নথি চাওয়া হবে সেগুলি ঠিকঠাক পূরণ করতে হবে। নথি হিসাবে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ছবি, ভোটার কার্ড, জমির বিবরণ, ব্যাংকের পাস বই। যেহেতু টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি সঠিকভাবে দিতে হবে। এরপর সেই আবেদনপত্র নির্দিষ্ট দপ্তরে পৌঁছে ভেরিফাই হবে এবং রেজিস্ট্রেশন অনুযায়ী চাষীদের সরকারি মূল্যে ধান বিক্রির সুযোগ দেওয়া হবে।

Advertisements