জরুরি কাজ রয়েছে! আগামী সপ্তাহে মাত্র ৩ দিন খোলা ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক মানেই হলো অর্থনৈতিক পরিষেবা। আর এই অর্থনৈতিক জরুরী পরিষেবার সুবিধা উঠাতে গ্রাহকদের একাধিক সময়ে ব্যাঙ্কের শাখায় যেতে হয়। যে কারণে কোন কোন দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে তা জানা থাকলে ব্যাঙ্কের শাখায় গিয়ে ঘুরে আসার মত হয়রানি উঠাতে হয় না। জরুরি কাজ আগে সেরে ফেলে নেওয়া যেতে পারে অথবা ছুটি বাদে অন্য কোন দিন করা যেতে পারে।

মার্চ এবং এপ্রিল মাসের ছুটির তালিকা থেকে জানা যাচ্ছে আগামী সপ্তাহে ব্যাঙ্কের শাখা মাত্র ৩ দিন খোলা থাকবে। টানা কয়েকদিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার কারণে রয়েছে হোলির ছুটি, গুড ফ্রাইডে, শনিবার এবং রবিবার। এর পাশাপাশি যেহেতু এই মাস ইয়ার এন্ডিং মাস সেহেতু ব্যাঙ্ক কর্মীরাও নিজেদের কাজে চাপে থাকবেন। যে কারণে জরুরি কাজ আগে সেরে নেওয়া ঠিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্চ মাসের ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। ২৭ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং ২৮ তারিখ রবিবার। অন্যদিকে ২৯ তারিখ ছুটি রয়েছে হোলি উপলক্ষে। এর পরদিন অর্থাৎ ৩০ মার্চ এবং ৩১ মার্চ ব্যাঙ্কের শাখা খোলা থাকবে। কিন্তু এই দুদিন ব্যাঙ্কের শাখা খোলা থাকলেও ব্যাঙ্কের কর্মীরা ইয়ার এন্ডিং এর কাজে ব্যস্ত থাকতে পারেন।

[aaroporuntag]
আগামী সপ্তাহে এপ্রিল মাস শুরু হতেই প্রথম দিন অর্থাৎ ১লা এপ্রিল ব্যাঙ্ক কর্মীদের ছুটি রয়েছে। পরদিন অর্থাৎ ১০ এপ্রিল ছুটি রয়েছে গুড ফ্রাইডের। এরপর আবার ৩ এপ্রিল শনিবার স্বাভাবিক নিয়মেই ব্যাঙ্কের শাখা খোলা থাকবে। তবে এই সকল ছুটির তালিকা ব্যাঙ্ক এবং ব্যাঙ্কের শাখা হিসেবে ব্যতিক্রম হতে পারে।