OPD of Kalyani AIIMS on which day doctor for which disease: চিকিৎসা ব্যবস্থার মুকুটে জুড়ল এক নয়া পালক। খুলে গেল কল্যাণীর AIIMS হাসপাতাল। যে হাসপাতালে (Kalyani AIIMS) পাওয়া যাবে সমস্ত রোগের সমাধান। কবে কোন বিভাগের ডাক্তার পাওয়া যাবে? হাসপাতালে কোন তলাতেই বা বসবেন ডাক্তারবাবুরা? কোন কোন জায়গার মানুষই বা এই হাসপাতালের সুবিধা পাবেন? জানতে হলে প্রতিবেদনটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত পড়ুন। নিম্নে ডাক্তারবাবুদের তালিকা সহ খুঁটিনাটি তথ্য দেওয়া হল।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে চিকিৎসা করার জন্য কল্যাণীর AIIMS হাসপাতালকে (Kalyani AIIMS) অনুমোদন দেওয়া হয়। যার ফলে এই হসপিটালের সমস্ত কিছু পর্যালোচনা করা হয়। সবদিক ঠিকঠাক করার পর হসপিটাল উদ্বোধন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। যেখানে চিকিৎসা মিলবে নামমাত্র টাকায়। পাওয়া যাবে সমস্ত সুবিধা।
খবর রয়েছে, কল্যাণীর AIIMS হাসপাতালে রোগীর চিকিৎসা করার জন্য দিতে হবে মাত্র ১০ টাকা। তবে রোগীর গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি প্রয়োজনে জমা করতে হবে ৩৫ টাকা। যতদিন ভর্তি থাকবে সেই প্রত্যেকদিন ৩৫ টাকা করে হসপিটালে জমা করতে হবে। অতিরিক্ত আর কোন খরচ করতে হবে না। এই টাকার মধ্যেই মিলবে রোগীর খাবার।
তবে শুধু পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ব্যক্তিরা যে এই হাসপাতালের সুবিধা পাবে তা নয়। নদীয়া জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ হুগলি সহ উত্তরবঙ্গের সমস্ত ব্যক্তিরা এই হাসপাতালের সুবিধা পাবেন। তবে কল্যাণীর এইমস হাসপাতালে কবে কোন বিভাগের ডাক্তারকে পাওয়া যাবে? কোন নম্বরেই বা ওপিডিতে বুকিং করা যাবে? রইল তালিকা।
বিভাগ | দিন | ফ্লোর |
কার্ডিও থোরাসিক সার্জারি | সোম বুধ শুক্র প্রথম | প্রথম |
নেফ্রোলজি | বুধ শুক্র | প্রথম |
কার্ডিওলজি | সোম বুধ শুক্র প্রথম | প্রথম |
ফিজিক্যাল মেডিডিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন | সোম থেকে শুক্র | প্রথম |
ইএনটি | সোম থেকে শুক্র | দ্বিতীয় |
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি | সোম মঙ্গল বৃহস্পতি | দ্বিতীয় |
অ্যানেসথেসিওলজি | সোম থেকে শুক্র | দ্বিতীয় |
জেনারেল সার্জারি | সোম থেকে শুক্র | দ্বিতীয় |
অফথ্যালমোলজি | সোম থেকে শুক্র | দ্বিতীয় |
ওবসটেটরিকস অ্যান্ড গাইনিকোলজি | সোম থেকে শুক্র | দ্বিতীয় |
ডার্মাটোলজি | সোম থেকে শুক্র | তৃতীয় |
জেনারেল মেডিসিন | সোম থেকে শুক্র | তৃতীয় |
পেডিয়াট্রিকস | সোম থেকে শুক্র | তৃতীয় |
সাইকিয়াট্রি | সোম থেকে শুক্র | তৃতীয় |
নিউরো – সার্জারি | মঙ্গল বৃহস্পতি | তৃতীয় |
রিউমেটলজি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি | সোম বুধ শুক্র | তৃতীয় |
ডেন্টিস্ট্রি | সোম থেকে শুক্র | চতুর্থ |
এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম | সোম মঙ্গল বৃহস্পতি শুক্র | চতুর্থ |
অর্থপেডিকস | সোম থেকে শুক্র | চতুর্থ |
ইউরোলজি | বুধ শুক্র | চতুর্থ |
পালমোনারি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার | সোম বুধ শুক্র | চতুর্থ |
গ্যাস্ট্রোএন্টেরোলজি (গ্যাস্ট্রো ওপিডি) | বুধ | চতুর্থ |
গ্যাস্ট্রোএন্টেরোলজি (লিভার ক্লিনিক) | শুক্র | চতুর্থ |
পেডিয়াট্রিক সার্জারি | সোম মঙ্গল (দ্বিতীয় ও চতুর্থ) বুধ বৃহস্পতি | চতুর্থ |
ইনফেকশাস ডিজিজ ক্লিনিক | বুধ শুক্র | চতুর্থ |
মেডিক্যাল অংকোলজি | মঙ্গল বৃহস্পতি | পঞ্চম |
ফোনের মাধ্যমে (Kalyani AIIMS) ওপিডিতে বুক করার নম্বর হল 033-2951-6005।