Kalyani AIIMS: কল্যাণীর AIIMS-এর ওপিডিতে কোন দিনে কোন রোগের ডাক্তার মিলবে! রইল তালিকা

OPD of Kalyani AIIMS on which day doctor for which disease: চিকিৎসা ব্যবস্থার মুকুটে জুড়ল এক নয়া পালক। খুলে গেল কল্যাণীর AIIMS হাসপাতাল। যে হাসপাতালে (Kalyani AIIMS) পাওয়া যাবে সমস্ত রোগের সমাধান। কবে কোন বিভাগের ডাক্তার পাওয়া যাবে? হাসপাতালে কোন তলাতেই বা বসবেন ডাক্তারবাবুরা? কোন কোন জায়গার মানুষই বা এই হাসপাতালের সুবিধা পাবেন? জানতে হলে প্রতিবেদনটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত পড়ুন। নিম্নে ডাক্তারবাবুদের তালিকা সহ খুঁটিনাটি তথ্য দেওয়া হল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে চিকিৎসা করার জন্য কল্যাণীর AIIMS হাসপাতালকে (Kalyani AIIMS) অনুমোদন দেওয়া হয়। যার ফলে এই হসপিটালের সমস্ত কিছু পর্যালোচনা করা হয়। সবদিক ঠিকঠাক করার পর হসপিটাল উদ্বোধন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। যেখানে চিকিৎসা মিলবে নামমাত্র টাকায়। পাওয়া যাবে সমস্ত সুবিধা।

খবর রয়েছে, কল্যাণীর AIIMS হাসপাতালে রোগীর চিকিৎসা করার জন্য দিতে হবে মাত্র ১০ টাকা। তবে রোগীর গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি প্রয়োজনে জমা করতে হবে ৩৫ টাকা। যতদিন ভর্তি থাকবে সেই প্রত্যেকদিন ৩৫ টাকা করে হসপিটালে জমা করতে হবে। অতিরিক্ত আর কোন খরচ করতে হবে না। এই টাকার মধ্যেই মিলবে রোগীর খাবার।

আরও পড়ুন 👉 AIIMS Hospital in WB: মাত্র ১০ টাকায় চিকিৎসা, রাজ্যে প্রথম চালু হতে চলেছে AIIMS, জানুন অন্যান্য পরিষেবার খরচ

তবে শুধু পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ব্যক্তিরা যে এই হাসপাতালের সুবিধা পাবে তা নয়। নদীয়া জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ হুগলি সহ উত্তরবঙ্গের সমস্ত ব্যক্তিরা এই হাসপাতালের সুবিধা পাবেন। তবে কল্যাণীর এইমস হাসপাতালে কবে কোন বিভাগের ডাক্তারকে পাওয়া যাবে? কোন নম্বরেই বা ওপিডিতে বুকিং করা যাবে? রইল তালিকা।

 

বিভাগদিনফ্লোর
কার্ডিও থোরাসিক সার্জারিসোম বুধ শুক্র প্রথমপ্রথম
নেফ্রোলজিবুধ শুক্রপ্রথম
কার্ডিওলজিসোম বুধ শুক্র প্রথমপ্রথম
ফিজিক্যাল মেডিডিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনসোম থেকে শুক্রপ্রথম
ইএনটিসোম থেকে শুক্রদ্বিতীয়
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিসোম মঙ্গল বৃহস্পতিদ্বিতীয়
অ্যানেসথেসিওলজিসোম থেকে শুক্রদ্বিতীয়
জেনারেল সার্জারিসোম থেকে শুক্রদ্বিতীয়
অফথ্যালমোলজিসোম থেকে শুক্রদ্বিতীয়
ওবসটেটরিকস অ্যান্ড গাইনিকোলজিসোম থেকে শুক্রদ্বিতীয়
ডার্মাটোলজিসোম থেকে শুক্রতৃতীয়
জেনারেল মেডিসিনসোম থেকে শুক্রতৃতীয়
পেডিয়াট্রিকসসোম থেকে শুক্রতৃতীয়
সাইকিয়াট্রিসোম থেকে শুক্রতৃতীয়
নিউরো – সার্জারিমঙ্গল বৃহস্পতিতৃতীয়
রিউমেটলজি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজিসোম বুধ শুক্রতৃতীয়
ডেন্টিস্ট্রিসোম থেকে শুক্রচতুর্থ
এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমসোম মঙ্গল বৃহস্পতি শুক্রচতুর্থ
অর্থপেডিকসসোম থেকে শুক্রচতুর্থ
ইউরোলজিবুধ শুক্রচতুর্থ
পালমোনারি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারসোম বুধ শুক্রচতুর্থ
গ্যাস্ট্রোএন্টেরোলজি (গ্যাস্ট্রো ওপিডি)বুধচতুর্থ
গ্যাস্ট্রোএন্টেরোলজি (লিভার ক্লিনিক)শুক্রচতুর্থ
পেডিয়াট্রিক সার্জারিসোম মঙ্গল (দ্বিতীয় ও চতুর্থ) বুধ বৃহস্পতিচতুর্থ
ইনফেকশাস ডিজিজ ক্লিনিকবুধ শুক্রচতুর্থ
মেডিক্যাল অংকোলজিমঙ্গল বৃহস্পতিপঞ্চম

 

ফোনের মাধ্যমে (Kalyani AIIMS) ওপিডিতে বুক করার নম্বর হল 033-2951-6005।