চোখের ধাঁধা : আপনার চোখ গুগলের মত হলে ১৫ সেকেন্ডে খুঁজে পাবেন W

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যত দিন যাচ্ছে ততই বাড়ছে সোশ্যাল মিডিয়ার (Social Media) ব্যবহার। প্রতিনিয়ত বিভিন্ন বয়সের মানুষদের সোশ্যাল মিডিয়ায় মজে থাকতে দেখা যাচ্ছে নানান ধরনের ছবি, ভিডিও, রিলস অথবা অন্য কিছুতে। তবে এই সকল জিনিস আবার এখন অনেকের কাছেই একঘেয়েমি হয়ে দাঁড়িয়েছে। এই একঘেয়েমি দূর করতে আবার সোশ্যাল মিডিয়ায় হাজির অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)।

Advertisements

অপটিক্যাল ইলিউশন খুবই মজাদার। সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের নানান ছবি এখন ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত। যে সকল ছবির মধ্য দিয়ে ব্যবহারকারীদের সাধারণ উপস্থিত বুদ্ধি, দৃষ্টিশক্তি কতটা প্রখর ইত্যাদি যাচাই করে নেওয়া হয়। যে সকল ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলির মধ্যে এমন কিছু ছবি রয়েছে যেগুলি একেবারেই ধাঁধার মতো। আর এই সকল ছবির মধ্যে লুকিয়ে থাকা উত্তর খুঁজতে খুঁজতেই অনেকে দিন পার করে দিচ্ছেন।

Advertisements

অপটিক্যাল ইল্যুশনে সোশ্যাল মিডিয়ায় যে সকল ছবি ঘুরে তার মধ্যে বেশ কিছু ছবিতে লুকিয়ে থাকা কোন একটি শব্দ খুঁজে বের করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হচ্ছে। আবার কোন কোন ছবিতে থাকা সামান্য একটি বা দুটি ভুল খুঁজে বের করতে বলা হচ্ছে। আবার কোন কোন ক্ষেত্রে ছবি দেখে সঠিক উত্তর বলতে বলা হচ্ছে। এই সকল বিষয় খুব যে কঠিন তা নয়, তবে উত্তর খুঁজতে অবশ্যই থাকতে হবে তীক্ষ্ণ-বুদ্ধি এবং তীক্ষ্ণ দৃষ্টি শক্তি।

Advertisements

ঠিক সেই রকমই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে। যে ছবিটিতে দেখা যাচ্ছে সারিবদ্ধ অবস্থায় রয়েছে ইংরেজি লেটার M। কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ইংরেজি লেটার W। একগুচ্ছ M লেটারের মধ্যে লুকিয়ে থাকা একটি W স্বাভাবিকভাবেই চোখে পড়বে না। তবে যারা এই চ্যালেঞ্জ নিয়েছেন তাদের তা খুঁজে বের করতে হবে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে।

অনেকেই রয়েছেন যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সেই চ্যালেঞ্জের উত্তর দিয়েছেন, আবার অনেকেই রয়েছেন যারা খুঁজে পেতে সক্ষম হননি। যারা সক্ষম হয়েছেন তাদের অভিনন্দন আর যারা সক্ষম হননি তাদের সঠিক উত্তর জানিয়ে দেওয়া হচ্ছে। এই ছবিতে সাত নম্বর সারির তিন নম্বরে রয়েছে W ইংরেজি লেটারটি।

Advertisements