Hospital Outdoor opening time changed: বদলে গেল হাসপাতালের আউটডোর খোলার সময়, এবার আরও উপকৃত হবেন রোগীরা

নিজস্ব প্রতিবেদন : শরীর থাকলেই রোগ হবে আর রোগ হলে চিকিৎসা করাতে হয়। তবে চিকিৎসা করানোর ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যের বড় সংখ্যার মানুষদের হাসপাতালের উপর নির্ভর থাকতে হয়। কেননা সবার কাছে সেই পরিমাণ অর্থ নেই যে প্রাইভেট কোন চিকিৎসালয়ে চিকিৎসা করাবেন। যে কারণে বহু মানুষ প্রতিদিন হাসপাতাল এবং হাসপাতালের আউটডোর (Hospital Outdoor) পরিষেবার উপর নির্ভর থাকেন।

প্রতিদিন দূর দুরান্ত থেকে বিশেষ করে গ্রাম্য এলাকার মানুষদের হাসপাতালের আউটডোরে ভিড় জমাতে দেখা যায়। এমনিতে এতদিন সকাল ১০টার সময় আউটডোর খুলতো। সকাল ১০টার সময় আউটডোর খোলার পরিপ্রেক্ষিতে এই দীর্ঘ সময় রোগীদের অপেক্ষা করতে হতো। এমন পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আউটডোর খোলার সময়ে পরিবর্তন (Hospital Outdoor opening time changed) আনল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

যাতে রাজ্যের দুস্থ দরিদ্র মানুষেরা আরও বেশি উপকৃত হন তার জন্য এবার রাজ্যস্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাজ্যের প্রতিটি হাসপাতালের আউটডোর খেলার সময়ে এমন পরিবর্তন আনা হয়েছে। শুধু আউটডোর খোলার সময়ে পরিবর্তন আনা নয়, এর পাশাপাশি বেশ কিছু কড়া নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। সেই সব নির্দেশিকা মেনে এবার প্রতিটি সরকারি হাসপাতালকে আউটডোর খুলতে হবে এবং কাজ করতে হবে।

আরও পড়ুন 👉 আর দাঁড়াতে হবে না লম্বা লাইনে, আউটডোর পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন আনছে রাজ্য

স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, এবার থেকে প্রতিটি হাসপাতালের আউটডোর খুলতে হবে সকাল ১০ টার পরিবর্তে সকাল ৯ টায়। শুধু সকাল ন’টায় হাসপাতালের আউটডোর খোলা নয়, এর পাশাপাশি সকাল ন’টা পনেরোর মধ্যে সেই তথ্য পাঠাতে হবে নির্ধারিত নোডাল অফিসারকে। রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন বাদে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি করা এই নির্দেশিকা মেনে হাসপাতাল কর্তৃপক্ষকে কাজ করতে হবে।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই নির্দেশিকা জারি করার পর গত বুধবার থেকে তা কার্যকর হয়ে গিয়েছে রাজ্যের প্রতিটি হাসপাতাল ও হাসপাতালের আউটডোরের জন্য। সুতরাং এখন থেকে দূর দূরান্ত থেকে আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীরা আরও এক ঘন্টা বাড়তি সময় পাবেন চিকিৎসার জন্য।