Pakistan’s GDP is smaller than the market capital of India’s Tata Group alone: বর্তমানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে সৃষ্টি হয়েছে চরম আর্থিক সংকট। ডলারের হিসাবে দিনদিন হু হু করে পড়ে যাচ্ছে সে দেশের টাকার দাম। মুল্য বৃদ্ধির কারণে সে দেশের আম জনতার নুন আনতে পান্তা ফুরনোর মত অবস্থা। এরই মধ্যে একটি বিশেষ সমীক্ষার ভিত্তিতে উঠে এলো একটি চমকপ্রদ তথ্য। জানা গেছে ভারতীয় শিল্পপতি রতন টাটার পরিচালিত টাটা গ্রুপ এর বাজার মূলধনের (Tata Group Market Capital) কাছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান একেবারেই টেক্কা দিতে অপারগ।
বিশেষ সূত্র মারফত জানা গেছে বর্তমানে আমাদের দেশের ঐতিহ্যবাহী এই শিল্প সংস্থা অর্থাৎ রতন টাটার পরিচালিত টাটা গ্রুপ এর মার্কেট ক্যাপ (Tata Group Market Capital) ৩৬৫ বিলিয়ান মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩০.৩০ লাখ কোটি টাকা। সেই তুলনায় পাকিস্তানের অর্থ ভান্ডারের মোট পরিমাণ অনেকটাই কমে গেছে।
IMF বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এর দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে চলতি অর্থ বছরে পাকিস্তান এর GDP এর পরিমাণ অনেকটাই নেমে গেছে। এই পরিমাণটি নামতে নামতে পৌঁছে গেছে ৩৪১ বিলিয়ান ডলারে। ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ হলো ২৮.২৯ লক্ষ কোটি টাকা। অর্থাৎ এই হিসাব থেকেই বোঝা যাচ্ছে পাকিস্তান এর মোট অর্থনীতির থেকে অর্থের অঙ্কের দিকে অনেকটাই এগিয়ে আছে ভারতীয় শিল্পপতি রতন টাটার পরিচালিত টাটা গোষ্ঠী।
আরও পড়ুন ? Bangladesh: ভারত হোক বা পাকিস্তান, এই এক বিষয়ে বলে বলে গোল দিচ্ছে বাংলাদেশ! ধারেকাছে নেই চিনও
টাটা গোষ্ঠীর এই রমরমা ব্যবসার ইতিহাস সম্পর্কে জানা যায় স্বাধীনতার আগে তারা লোহা ইস্পাত কারখানার মাধ্যমে শিল্প গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যবসা সম্প্রসারিত হয়। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে রতন টাটার পরিচালিত টাটা গোষ্ঠী সোনা থেকে শুরু করে সফটওয়্যার ইত্যাদি একাধিক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
জানা যাচ্ছে বর্তমানে টাটার তথ্য প্রযুক্তি সংস্থা TCS এর মার্কেট ক্যাপ (Tata Group Market Capital) পাক অর্থনীতির প্রায় সমান। বর্তমানে IT ফার্ম TCS এর বাজারি মূলধনের পরিমাণ হলো ১৭০ বিলিয়ান ডলার। ভারতীয় মুদ্রার হিসেবে এই পরিমাণটি দাঁড়ায় প্রায় ১৫ লাখ কোটি টাকায়। এই কারণেই মার্কেট ক্যাপের বিচারে টিসিএস বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হিসাবে চিহ্নিত হয়।